মুম্বই: পুনে টেস্টে (Pune Test) স্পিন অস্ত্রে নিউজিল্যান্ডকে (New Zealand) কাবু করতে চেয়েছিল ভারত। কিন্তু সেই কৌশল বুমেরাং হয়েছে। কিউয়ি স্পিনারদের বা বলা ভালো মিচেল স্যান্টনারের (Mitchell Santner) ঘূর্ণিতে দুই ইনিংসে ভরাডুবি হয়েছে ভারতীয় ব্যাটারদের। শোনা যাচ্ছে, তা সত্ত্বেও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে র্যাঙ্ক টার্নার চেয়েছে টিম ম্যানেজমেন্ট।
ইতিমধ্যেই সিরিজ খুইয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ওয়াংখেড়েতে হারলে যেটুকু সম্মান অবশিষ্ট আছে তাও যাবে। এমন পরিস্থিতিতে স্পিনের বিরুদ্ধে প্র্যাকটিস করতে বিশেষ পন্থা নিল ভারত। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ করে ৩৫ জন স্থানীয় বোলারকে নেট প্র্যাকটিসে ডাকা হয়েছিল বুধবার। তাদের অধিকাংশই স্পিনার।
আরও পড়ুন: হায়দরাবাদকে ২-০ হারিয়ে দুইয়ে উঠল মোহনবাগান
📍 Wankhede Stadium, Mumbai
Gearing 🆙 for the 3rd and Final #INDvNZ Test 👌👌#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/M9ZNLkQCsQ
— BCCI (@BCCI) October 30, 2024
গৌতম গম্ভীর (Gautam Gambhir) তথা টিম ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল, তৃতীয় টেস্টের আগে কোনও ঐচ্ছিক অনুশীলন নেই, বাধ্যতামূলক অনুশীলন, করতেই হবে। বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ, সরফরাজ খানরা বুধবার নেট প্র্যাকটিসে নিমগ্ন থাকলেন।
এদিকে বৃহস্পতিবার আইপিএলে ‘রিটেনশন লিস্ট’ ঘোষণা করার শেষ দিন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে, কোন কোন খেলোয়াড়দের তারা দলে ধরে রাখছে আর কাদের নিলামের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। সম্মানরক্ষার টেস্টের আগের দিন এ নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে খেলোয়াড়দের।
দেখুন অন্য খবর: