কলকাতা: জর্জিয়া (Georgia) এবং আজারবাইজানে (Azerbaijan) অবস্থিত ককেসাস পর্বতমালার (Caucasus Mountain) তিনটি শৃঙ্গ জয় করলেন চারজন বঙ্গসন্তান। আজারবাইজানের শাহদাগ, বাজারদুগু এবং জর্জিয়ার আজবেক পর্বতশৃঙ্গ চড়লেন মলয় মুখোপাধ্যায়, অভিজিৎ রায়, কিরণ পাত্র এবং দেবাশিস বিশ্বাস।
২৭ জুলাই, ২০২৪, কলকাতা থেকে, দিল্লি হয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে পাড়ি দেন চারজন। ২ অগাস্ট শুরু হয় তাঁদের পর্বতাভিযানে। প্রথম লক্ষ্য শাহদাগ। শাহদাগ (৪,২৪৩ মিটার/১৪,০০২ ফুট), এলাকায় ‘পর্বতের রাজা’ নামে খ্যাত, আজারবাইজানের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বত। ৩র অগাস্ট ভোররাত সাড়ে তিনটেয় রওনা দিয়ে চার বাঙালি দুর্গম এই শাহাদাগ শৃঙ্গে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছে যান।
আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
এবার তাঁদের লক্ষ্য ছিল আজারবাইজানের সর্বোচ্চ শৃঙ্গ বাজারদুজু, উচ্চতা ৪,৪৬৬ মিটার/১৪,৬৫২ ফুট। ৪ অগাস্ট বেলা আড়াইটে নাগাদ পৌঁছন বেস ক্যাম্প। পরদিন, ৫ অগাস্ট, ভোর রাত তিনটেয় রওনা দিলাম শীর্ষারোহণের উদ্দেশে। একটানা আরোহণ শেষে সকাল ন’টার মধ্যে আমরা চারজনই পৌঁছে যান বাজারদুজু শীর্ষে। দেবাশিস-মলয়দের ইচ্ছা ছিল বাজারদুজুর একদম পাশের শৃঙ্গ ‘জাফর” (Zafar) আরোহণের। কিন্তু অতিসম্প্রতি জাফর শৃঙ্গের মাথায় রাখা ফলক চুরি হয়ে যাওয়ায় বর্তমানে কাউকে জাফর আরোহণের অনুমতি দেওয়া হয়নি।
এরপরের লক্ষ্য জর্জিয়ার ককেশাস পর্বতমালায় অভিযান। কিন্তু জর্জিয়া সরকার মলয়ের ভিসা বাতিল করে দেওয়ায় তিনি যেতে পারেননি না। ৮ অগাস্ট বাকি তিনজন পৌঁছন জর্জিয়ার রাজধানী টিবিলিস। ১০ তারিখ শুরু হয় অভিযান, এবারের লক্ষ্য জর্জিয়ার অন্যতম জনপ্রিয় ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাজবেক (৫০৫৪ মি), স্থানীয় ভাষায় যার অর্থ মহৎ চরিত্র। ১৩ তারিখ ভোররাত দুটোর সময় শুরু হয় শীর্ষ অভিযান। অবশেষে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা নিরলস চলার পর, তীব্র হাওয়ার দাপট ও তুষার ঝাপটার মধ্যেই পৌঁছে যান কাজবেক শীর্ষে।