কলকাতা: জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে টি২০ সিরিজের (T20 Series) তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারত (India)। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। আজ জিতলে সিরিজে ২-১ এগিয়ে যাবে ভারত। সেই লক্ষ্যেই জোরদার করা হল প্রথম এগারো। বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য দলে ঢুকলেন।
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শিবম দুবে (Shivam Dube) এবং সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আজ খেলানো হয়েছে। ফলে বাদ পড়তে হল রিয়ান পরাগ, সাই সুদর্শন এবং ধ্রুব জুরেলকে। এই সিরিজেই তাঁরা আর সুযোগ পাবেন কি না সন্দেহ। জয়সওয়ালের আগমনে পাল্টে গিয়েছে ওপেনিং জুটি। অভিষেক শর্মাকে তিনে নামানো হয়েছে। গিল এবং জয়সওয়াল ওপেন করেছেন।
আরও পড়ুন: বোর্ডকে ২.৫ কোটি ফিরিয়ে দিলেন দ্রাবিড়
#TeamIndia win the toss and will bat first 👌
Sanju Samson, Yashasvi Jaiswal and Shivam Dube make the Playing XI 🙌
Follow the Match ▶️ https://t.co/FiBMpdZo0K#ZIMvIND pic.twitter.com/4b6jBqx899
— BCCI (@BCCI) July 10, 2024
অভিষেকের পর একে একে ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং রিঙ্কু সিং। এরপর ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান এবং খলিল আহমেদ।
দলে ফিরেই তাণ্ডব শুরু করেছেন জয়সওয়াল, ১২ বলে ২৫ রান করে খেলছেন তিনি। ১৩ বলে ২৩ করে অপরাজিত গিল। চার ওভারে ৪৯ করেছে ভারত।