কলকাতা: ভারতে ক্রীড়াক্ষেত্রে আইপিএলের (IPL) মতো জনপ্রিয় আর কিছু নেই। তার পরেই যে প্রতিযোগিতা আছে তা হল প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। এদেশের বহু পুরনো খেলার নতুন মোড়কে, জাঁকজমকের সঙ্গে উপস্থাপিত হচ্ছে। এর জনপ্রিয়তার অন্যতম কারণ বিনোদন জগতের সেলিব্রিটিদের আগ্রহ। ম্যাচে তাঁদের উপস্থিতি ঔজ্জ্বল্য বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। এখনও পর্যন্ত হওয়া ১০টি মরসুমে বলিউডের একাধিক তারকা অভিনেতাকে প্রো কবাডি লিগে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে সেরা পাঁচজন হলেন—
১) অমিতাভ বচ্চন: দেশের কিংবদন্তি অভিনেতা এই খেলার বড় ভক্ত। পিকেএল-এর প্রচারে তাঁর ব্যারিটোন স্বর শোনা গিয়েছে একাধিকবার। একবার তো ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে শোনা গিয়েছিল তাঁকে। শাহেনশাহ-র সংস্পর্শ পিকেএল-এর উচ্চতা বাড়িয়ে দিয়েছে।
২) অভিষেক বচ্চন: ক্রীড়াপ্রেমী অভিষেককে প্রায়ই পিকেএল-এর ম্যাচে দেখা যায়। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক তিনি, যে যারা এই প্রতিযোগিতার অন্যতম সফল দল।
আরও পড়ুন: ১৩৪ রানে পিছিয়ে ভারত, বোলাররাই এখন ভরসা
৩) শাহরুখ খান: শাহেনশাহ-র মতোই বাদশাও তাঁর উপস্থিতির মাধ্যমে প্রো কবাডির উচ্চতা বাড়িয়ে দিয়েছেন। তিনি কোনও দলের মালিক না হলেও, অভিষেকের দলকে সমর্থন করতে কখনও কখনও চলে আসেন।
৪) রণবীর সিং: নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সময় পেলেই চলে আসেন পিকেএল-এর খেলা দেখতে। তাঁর বর্ণময় উপস্থিতি জৌলুস বাড়িয়ে দেয় কয়েকগুণ।
৫) অক্ষয় কুমার: বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁকে ফিটনেসের গুরু মনে করা হয়। কবাডির মতো তুমুল শারীরিক সক্ষমতার খেলায় তিনি উৎসাহিত হবেন এতে অবাক হওয়ার কী আছে!