কলকাতা: প্রবল আধিপত্য দেখিয়ে আইপিএল ২০২৪ (IPL 2024) চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। অবদান রেখেছিলেন দলের প্রত্যেক সদস্য। কিন্তু ২০২৫ আইপিএলে সেই দল পাবে না কেকেআর। ডিসেম্বরে মেগা নিলামের আগে ছয়জন বাদে ছেড়ে দিতে হবে সবাইকে। এই ছয়জনের মধ্যে একজন আনক্যাপড অর্থাৎ জাতীয় দলে অভিষেক হয়নি। দেখে নেওয়া যাক কোন ছয়জনকে ধরে রাখতে পারে নাইট শিবির।
১) সুনীল নারিন: আইপিএল ১০০ বছর চলার পরেও যদি সেরা একাদশ বাছা হয়, নাম থাকবে ক্যারিবিয়ান অলরাউন্ডারের। হ্যাঁ, মিস্ট্রি স্পিনার থেকে নারিন এখন অলরাউন্ডার। এই মরসুমে ভালো বোলিং তো করেছেনই, ব্যাট হাতে যা করেছেন তা বিস্ময়কর। তিনি থাকছেনই।
২) শ্রেয়স আইয়ার: ব্যাট হাতে দুর্দান্ত কিছু না করলেও প্রশংসিত হয়েছে তাঁর শ্রেয়সের অধিনায়কত্ব। মিডল অর্ডারে তিনি থাকা মানে বড় ভরসা।
আরও পড়ুন: মুলতানের পিচ ব্যাটিং স্বর্গ, তবু ব্যর্থ বাবর আজম
৩) বরুণ চক্রবর্তী: এই মরসুমে ১৫ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন নাইটদের মিস্ট্রি স্পিনার। এক আধটা খারাপ দিন গেলেও, উইকেট তুলতে বড় ভরসা তিনি।
৪) আন্দ্রে রাসেল: শুধু রাসেলের ব্যাটিং দেখতে মাঠে যান অনেকেই। কেকেআরের অন্যতম ব্র্যান্ড তিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অবদান রাখেন তিন বিভাগেই। তাঁকে ছাড়বে না কলকাতার ফ্র্যাঞ্চাইজি।
৫) রিঙ্কু সিং: কেকেআরের আর এক ব্র্যান্ড, ইডেনে যত দর্শক খেলা দেখতে যান, তাঁর একটা বড় অংশ রিঙ্কু লেখা জার্সি পরেন। তিনি কলকাতাতেই থাকবেন এটাও ‘গডস প্ল্যান’।
৬) বৈভব অরোরা (আনক্যাপড): এখানে হর্ষিত রানার নাম থাকার কথা ছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। এই সিরিজে তাঁর অভিষেক হতেই পারে। সে কারণেই বৈভবকে ধরে রাখা হতে পারে। যদি হর্ষিতের অভিষেক না হয় তাহলে তিনিই থাকবেন এই জায়গায়।
দেখুন অন্য খবর: