মুম্বই: ৪ জুলাই দিনটা ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) চিরস্মরণীয় হয়ে থাকবে। টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় দলকে (Team India) নিয়ে জনতার যে পরিমাণ আবেগ দেখা গেল তা ভোলার নয়। ১৯৮৩, ২০০৭, ২০১১ সালেও ভারত বিশ্বকাপ জিতেছে। উচ্ছ্বাস, উল্লাস, উৎসবের কমতি তখনও ছিল না। কিন্তু এবারের ব্যাপার আলাদা। ক্রিকেট বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ১৩ বছর ধরে বিশ্বকাপ আসেনি, ১১ বছর ধরে কোনও আইসিস ট্রফি (ICC Trophy) ছিল না। এর জন্য ভারতকে কম কটাক্ষ, অপবাদ সহ্য করতে হয়নি। রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের হাত ধরে সেই সব যন্ত্রণার অবসান হল।
বৃহস্পতিবার সকালে দিল্লি এয়ারপোর্টে নামা থেকে শুরু। স্বপ্নের দিন কাটাচ্ছেন দলের প্রত্যেক সদস্য। এয়ারপোর্টে জনতার উচ্ছ্বাস, হোটেলে পঞ্জাবি ঢোলের সঙ্গে নাচ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তবে সেরাটা রাখা ছিল দেশের ক্রিকেট রাজধানীর জন্য। হুডখোলা বাসে ভিক্ট্রি প্যারেডের প্রতিটি মুহূর্ত দেশবাসী যেমন মনে রাখবে, মনে রাখবেন ক্রিকেটাররাও।
আরও পড়ুন: রইল বাকি আট! ইউরোর কোয়ার্টার ফাইনালে কবে কোন ম্যাচ
NATIONAL ANTHEM AT THE WANKHEDE STADIUM. 🇮🇳pic.twitter.com/RBrdi2rXaf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস থেকে শুরু হয় এই বাসযাত্রা। মেরিন ড্রাইভ হয়ে পৌঁছয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। এ সেই মাঠ যেখানে শেষবার বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। বাসযাত্রায় রোহিতদের সঙ্গী হল জনসমুদ্র। আরব সাগর তো তার কাছে নস্যি। রোহিতকে সামনে নিয়ে এলেন বিরাট কোহলি, দুজনে একসঙ্গে ট্রফি তুললেন।
এরপর ওয়াংখেড়ে এল ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে শুরু হল নাচ। গানের তালে কোমর দোলালেন রোহিত, বিরাট, হার্দিকরা। মাঠের মধ্যে একটি মঞ্চ করা হয়েছে। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা, বিসিসিআইয়ের আধিকারিকরাও ছিলেন। শুরু হল জাতীয় সঙ্গীত এবং তাতে গলা মেলালেন স্টেডিয়াম ভর্তি দর্শক। এরপর সম্বর্ধনা দেওয়া হল ক্রিকেটারদের। এরপর ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করলেন রোহিতরা। প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় দল, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দিলেন জয় শাহ। এবার সবার বাড়ি ফেরার পালা। এক অবিস্মরণীয় স্মৃতি সঙ্গী করে ফিরলেন সবাই। টিম ইন্ডিয়াকে ধন্যবাদ।
দেখুন অন্য খবর: