কলকাতা: সাম্প্রতিক অতীতে টেস্ট ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয়ের নিদর্শন কম নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা চাপা পড়ে গিয়েছে বোলারদের সিংহবিক্রমে। কখনও অশ্বিন-জাদেজা, কখনও একা জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। এই তো, পার্থ টেস্টেও ঠিক তাই হল। বিরাট কোহলিরা (Virat Kohli) ১৫০ রানে অল আউট হওয়ার পর বুমরা প্রায় একা ভারতকে ম্যাচে এগিয়ে দিলেন।
অ্যাডিলেডেও সেরকম কিছুই আশা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া এবার ব্যাট হাতে প্রতিরোধ গড়ল। ভারত ১৮০ রানে গুটিয়ে যাওয়ার পর তারা মাত্র এক উইকেট হারিয়ে ৮৬ রান তুলে দিয়েছে। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। ভারতের থেকে এখনও ৯৪ রান পিছিয়ে তবে প্রথম দিনের খেলা এই দুজনকে প্রচুর আত্মবিশ্বাস দেবে।
আরও পড়ুন: স্টার্কের ৫ উইকেট, যশস্বীর স্লেজিং কি চাগিয়ে দিল?
Another epic day at the Adelaide Oval ahead! #AUSvIND pic.twitter.com/ifFh3voYXW
— Cricket Australia (@CricketAus) December 7, 2024
লাবুশেন ২০ রানে অপরাজিত এবং পার্থে অভিষেক করা ম্যাকসুইনি টিকে রইলেন ৩৮ রানে। এই দুজনের ব্যাট হাতে লড়াই দেখে উদ্ধুব্ধ হবেন স্টিভ স্মিথরাও। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সাবধানে কাটিয়ে দিতে পারলে ভারতের কপালে দুঃখ আছে। তাই এই প্রথম ঘণ্টাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেশনটা এই ম্যাচের নির্ণায়ক হয়ে যেতে পারে।
শুক্রবার রবিচন্দ্রন অশ্বিন মাত্র এক ওভার বল করেছেন। নতুন বল নেওয়ার আগে তাঁকে দিয়ে নিশ্চয়ই আরও বল করিয়ে নেবেন অধিনায়ক রোহিত। তবে অস্ট্রেলিয়ার লিড ১০০ পার হলে চাপে পড়বে ভারত। পার্থের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা সেঞ্চুরি করেছিলেন। সেটা এবার নাও হতে পারে। তাই শুক্রবার সকালে ভারতীয় বোলারদের বাড়তি তাগিদ, বাড়তি জেদ নিয়ে বল করতে হবে৷ দায়িত্ব নিতে হবে সবাইকে, শুধু বুমরার উপর ভরসা করে থাকলে চলবে না।
দেখুন অন্য খবর: