Placeholder canvas
HomeIPL 2024বিশ্বকাপের বাজারে কেন ভাইরাল আফগান সুন্দরী?

বিশ্বকাপের বাজারে কেন ভাইরাল আফগান সুন্দরী?

কলকাতা: ক্লাইম্যাক্সে এসে পড়েছে ক্রিকেট বিশ্বকাপ (CWC 2023)। আর দু’ দিনের অপেক্ষা, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনাল খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। সোশ্যাল মিডিয়া এখন ক্রিকেট, ক্রিকেট খেলোয়াড় নিয়ে মশগুল। এই মহম্মদ শামি (Mohammad Shami) ভাইরাল হচ্ছেন তো পরক্ষণেই ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি (Virat Kohli) তো প্রায় সারাক্ষণই টুইটারে ট্রেন্ডিং। ক্রিকেটের এই ভরা বাজারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক আফগান তরুণী। নাম ওয়াজমা আয়ুবি (Wazhma Ayoubi), ধাম দুবাই, পেশায় ব্যবসায়ী। এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি।

আরও পড়ুন: ফাইনালের আগে মোদির মাঠে বায়ুসেনার এয়ার শো! 

 

কিন্তু এই মিস আয়ুবি কেন ভাইরাল? বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তাঁকে। বলা চলে বিশ্বকাপের এক আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন এই সুন্দরী। আফগানিস্তানকে (Afghanistan) সমর্থন জানাতে এশিয়া কাপেও দেখা গিয়েছে তাঁকে। তবে শুধুই রশিদ খানদের সমর্থন নয়, মিস আয়ুবি ভারতীয় দলের জন্যও গলা ফাটাচ্ছেন। সেমিফাইনালে শামির দুরন্ত পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে পোস্ট করতে দেখা গেল আয়ুবিকে।

 

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর শামির ছবি পোস্ট করে আফগান সুন্দরী লেখেন, “আমি বলতে চাই, ইনি কে?।” তার কিছুক্ষণ পরে আবার পোস্ট, এবার লেখা, “ওহ মাই গড, সাত উইকেট! কী ইমপ্যাক্ট এবং কী ক্রিকেটার। টিম ইন্ডিয়াকে অভিনন্দন।” সোশ্যাল মিডিয়া এক্স-এ (টুইটার) আয়ুবির অন্যান্য পোস্ট দেখে মনে হচ্ছে তিনি দুবাইতেই আছেন। ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেদিন ভারতের জার্সি পরে ছবি পোস্ট করেছিলেন আয়ুবি। বোঝাই যাচ্ছে, রোহিত শর্মাদের বড় সমর্থক এই আফগান সুন্দরী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments