আমেদাবাদ: মাথা উঁচু করে দেশে ফিরতে পারেন আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেটাররা। ন’ ম্যাচের মধ্যে চারটে জয়, নেদারল্যান্ডস ছাড়া বাকি তিনটে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। অস্ট্রেলিয়াকেও প্রায় পেড়ে ফেলেছিলেন রশিদ খানরা (Rashid Khan)। গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell) অলৌকিক ইনিং খেলে দেন। আজ, শুক্রবার দক্ষিণ আফ্রিকাকেও (South Africa) চাপে ফেলে দিয়েছিল আফগানিস্তান।
২৪৪ রান তাড়া করতে গিয়ে ১৮২ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল প্রোটিয়াদের। খাঁটি ব্যাটার বলতে টিকে আছেন রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen)। ব্যাট করতে নামলেন ফেহলুকওয়াও। আফগানিস্তানের স্পিনাররা তখন রীতিমতো চেপে বসেছেন। আর একটা উইকেট পড়লেই দক্ষিণ আফ্রিকার তুমুল চাপে পড়বে। প্রশংসা করতে হবে দুই ব্যাটারের, ম্যাচ শেষ করে ফিরে এলেন। ভ্যান ডার ডুসেন ৯৫ বলে ৭৬ এবং ফেহলুকওয়াও ৩৭ বলে ৩৯ করে মাঠ ছাড়লেন।
আরও পড়ুন: ইডেনেই দ্বিতীয়বার অবসর নেবেন বেন স্টোকস?
South Africa sign off the #CWC23 league stage with a five-wicket win over Afghanistan.
Details 👇#SAvAFGhttps://t.co/ry9C3hdTAC
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 10, 2023
দ: আফ্রিকার পাঁচ উইকেট যখন পড়ে তখন আফগান স্পিনারদের আর অল্প কয়েকটা ওভারই বাকি ছিল। ওখানেই সমস্যা হয়ে যায়। ওই ছয়-সাত ওভার কোনও মতে টিকে যান ডুসেন আর ফেহলুকওয়াও। পেসার নবীন উল হক আসতেই আক্রমণ শুরু করেন দ্বিতীয় জন। একটা সময় যে খেলা টানটান হয়ে ছিল, তা ১৫ বল বাকি থাকতেই শেষ হয়ে যায়। নবীনকে দুটো ছয়, একটা চার মেরে জয়ের রান তুলে দেন ফেহলুকওয়াও।
তবে আবার এটাই বলার, মাথা উঁচু করে দেশে ফিরবে আফগানিস্তান। এই বিশ্বকাপের পর তারা যে পারফরম্যান্স দিয়েছে, তাতে কেউ আর তাদের খাটো করে দেখার সাহস করবে না। লিগ টেবিলের ছয় নম্বরে শেষ করল তারা, প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করেছে। আর শুধু রশিদ-মুজিব-নবি নয়, আফগানিস্তানের তারকা ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ, হশমতুল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাইরাও।