কিংসটাউন: অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে টি২০ বিশ্বকাপ জমিয়ে দিল আফগানিস্তান (Afghanistan)। সুপার এইটে (Super Eight) ভারতের গ্রুপ অর্থাৎ ১ নম্বর গ্রুপ এখন অনেকটা ওপেন। প্রথমে মনে হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া সহজেই সেমিফাইনাল যাবে, বিদায় নেবে আফগানিস্তান এবং বাংলাদেশ। কিন্তু রবিবার সকালে (ভারতীয় সময়ানুযায়ী) অজিদের ২১ রানে হারিয়ে সমস্ত হিসেব ঘেঁটে দিলেন আফগানরা।
টসে জিতে বোলিং নেন অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। রান রেট বিরাট কিছু না হলেও উইকেট ধরে রাখেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদরান। ১৫.৫ ওভারে ১১৮ রানে প্রথম উইকেট পড়ে আফগানদের। গুরবাজ ৪৯ বলে ৬০ এবং জাদরান ৪৮ বলে ৫১ করেন। এদিন ফের হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স (Pat Cummins)। দুই উইকেট নেন অ্যাডাম জ্যাম্পা (Adam Zampa)।
আরও পড়ুন: বাড়িতে পড়ল ডাকাত, হাসপাতালে ভর্তি বাজ্জিও
২০ ওভারে ১৪৯ রানের লক্ষ্য বিরাট কিছু নয়, আবার এই ধরনের মন্থর পিচে খুব সহজও নয়। বিশেষ করে আফগানিস্তানের মতো শক্তিশালী বোলিং ইউনিটের বিরুদ্ধে তো নয়ই। দুরন্ত বোলিং করলেন অলরাউন্ডার গুলবাদিন নাইব (Gulbadin Naib)। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চার উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ। নবীন উল হক ২০ রান দিয়ে ৩ উইকেট নিলেন। অধিনায়ক রশিদ খানও ভালো বল করেছেন।
🚨 Afghanistan have beaten Australia at the Men’s T20 World Cup 2024 #AUSvsAFG #T20WorldCup | #AFGvAUS pic.twitter.com/UFMmDgGIB3
— Cricbuzz (@cricbuzz) June 23, 2024
অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি রান করলেন গ্লেন ম্যাক্সওয়েল (৪১ বলে ৫৯)। ২০২৩ ওডিআই বিশ্বকাপে একপায়ে ভর করে শুধু হাতের জোরে অবিশ্বাস্যভাবে আফগানদের হারিয়েছিলেন ম্যাড ম্যাক্স। আজও তিনিই ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু গুলবাদিনের বলে শর্ট থার্ডম্যানে ধরা পড়লেন। অস্ট্রেলিয়ার বাকিদের কেউ ২০-র গন্ডি পেরতে পারেননি।
এই হারের ফলে ১ নম্বর গ্রুপে আফগানিস্তানের সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে অজিরা। ভারত একে এবং আফগানরা তিনে। বাংলাদেশকে রশিদ খানরা বড় ব্যবধানে হারালে চাপে পড়বে অস্ট্রেলিয়া। সোমবার ভারতকে মুখোমুখি হতে হবে আত্মসম্মানে ধাক্কা লাগা অস্ট্রেলিয়ার।