কিংসটাউন: রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) আট উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান (Afghanistan)। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া (Australia)। ২৭ জুন প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিতে ভারত বনাম ইংল্যান্ড।
এই প্রথম কোনও আইসিসি আয়োজিত ট্রফির সেমিফাইনালে পৌঁছলেন রশিদ খানরা (Rashid Khan)। আন্তর্জাতিক ক্রিকেটে ক’দিনই বা পা রেখেছে আফগানরা। সেই তুলনায় চমকপ্রদ উন্নতি করেছে তারা। বিশেষ করে টি২০তে তারা যথেষ্ট শক্তিশালী। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারাতেই সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হয় আফগানদের। ভারত গতকাল অস্ট্রেলিয়াকে হারানোর পর সমীকরণ ছিল সহজ, বাংলাদেশকে হারাতে হবে। বাংলাদেশ এখন এমন দল, তাদের হারাতে হয় না, নিজেরাই হেরে যায়।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় ইতালি, বিদায় ক্রোয়েশিয়ার
HISTORY by Afghanistan!!!!
Johnathan Trott 😭🫡 #AfgvsBan pic.twitter.com/2luFOoBEix— Jon | Michael | Tyrion (@tyrion_jon) June 25, 2024
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান। পিচ খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করে আফগানিস্তান। দলের সর্বোচ্চ স্কোর রহমানুল্লাহ গুরবাজের (৫৫ বলে ৪৩)। বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
১১৬ রানের লক্ষ্য যে সহজ হবে না তা জানা ছিল, কিন্তু বাংলাদেশিরা এভাবে ছড়িয়ে ফেলবে ভাবা যায়নি। লিটন দাস (Litton Das) ওপেন করতে নেমে ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে গেলেন। বাকিদের রান বলার যোগ্য নয়। সাকিব আল হাসান প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরলেন। এই টুর্নামেন্টের পর তাঁর অবসর নেওয়া উচিত, ওপার বাংলায় এমন দাবি উঠলে আশ্চর্যের কিছু নেই।
দেখুন অন্য খবর: