কলকাতা: গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে (Greater Noida Sports Complex) আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য মাঠের খারাপ অবস্থা থাকায় প্রথম দু’দিন একটা বলও খেলা হয়নি। অথচ এ দু’ দিন যথেষ্ট রোদ ছিল। এরপর বুধবার তৃতীয় দিন বৃষ্টি নামায় ফের ভন্ডুল হয়ে যায় খেলা। এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, এরকম নিম্নমানের মাঠে টেস্ট ম্যাচ আয়োজন করা হল কী করে।
এ নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যানেজার মিনহাজুদ্দিন রাজ। তিনি জানিয়ে দিয়েছেন, গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে ভেন্যু হিসেবে তাঁরাই বেছে নিয়েছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে তিনটি বিকল্প দিয়েছিল বিসিসিআই (BCCI), গ্রেটার নয়ডা, বেঙ্গালুরু এবং কানপুর। তারা যাতায়াতের সুবিধার জন্য তারা নয়ডাকে বেছে নেয়।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে আত্মতুষ্টি ও এসজি বলই ভয়: লিটন
মিনহাজুদ্দিন বলেছেন, বিসিসিআই আমাদের তিনটি ভেন্যু দিয়েছিল, গ্রেটার নয়ডা, বেঙ্গালুরু এবং কানপুর। আমরা নয়ডা বেছে নিয়েছিলাম কারণ দিল্লি বিমানবন্দর থেকে মাত্র দু’ঘণ্টার গাড়ির রাস্তা। ম্যানেজার আরও বলেন, নয়ডা বরাবর আমাদের ঘরের মাঠ ছিল। ২০১৬ সাল থেকে যদি দেখেন, আমরা এখানেই খেলছি।
আফগানিস্তানের প্রতিনিধির বক্তব্যে পরিষ্কার, বিসিসিআই-এর এখানে কোনও ত্রুটি নেই। তবে দু’ দিন রোদ পড়ার পরেও কেন মাঠ খেলার যোগ্য হল না তা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে নিকাশি ব্যবস্থা নিয়ে।
দেখুন অন্য খবর: