Thursday, July 10, 2025
Homeখেলাশেফালি-স্মৃতির দাপটের পরও চাপে ভারতের মেয়েরা

শেফালি-স্মৃতির দাপটের পরও চাপে ভারতের মেয়েরা

Follow Us :

ভারতীয় প্রমীলা ক্রিকেট দলের ওপেনাররা যখন ৫০, ১০০ রানের গণ্ডি টপকে যাচ্ছিলেন, তখন মনে হয়নি ৭ বছর বাদে টেস্ট খেলছে তারা। আর অভিষেক ম্যাচে প্রায় সেঞ্চুরি করে ফেলা শেফালি ভার্মা যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল জোর টক্কর হতে যাচ্ছে ভারত – ইংল্যান্ড একমাত্র টেস্টে। কিন্তু বিধি বাম। স্মৃতি মান্ধনা (৭৮ রান) চিত্তাকর্ষক কয়েকটা ড্রাইভ অন্য কিছু বলছিল। আর শেফালি তো ৯৬ রানে যেভাবে পৌঁছেছিলেন, তাতে মনেই হয়নি – এটা তাঁর অভিষেক ম্যাচ! ১৩ টি বাউন্ডারি আর তিনটি ছক্কা! জুটিতে ১৬৭ রান। তারপরই মাত্র ২০ রানে ৫ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮৭ রান। ইংল্যান্ডের চেয়ে ২০৯ রানে পিছিয়ে। আরও ৫৯ রান করলে তবে বাঁচবে ফলো অন।

প্রথম দিন ইংল্যান্ড দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ২৬৯ রানে । সেই গণ্ডি থেকে দলকে বড় ইনিংসের দিকে টেনে নিয়ে যান ডাঙ্কলে। ঝুলন-রানাদের দাপটে অন্য প্রান্তে নিয়মিতভাবে উইকেট পড়লেও একা লড়লেন ডাঙ্কলে।নবম উইকেটে স্রাবসোলকের সঙ্গে জুটিতে ৭০ রান যোগ করেন ডাঙ্কলে। ৯ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেয় ইংল্যান্ড। ৭৪ রানে অপরাজিত থাকেন ডাঙ্কলে। ৪ উইকেটপেলেন অফ স্পিনার স্নেহ রানার। আরেক স্পিনার দীপ্তি শর্মার ঝুলিতে ৩ উইকেট। বাংলার ঝুলন গোস্বামীকে ১টি উইকেট নিয়েই তুষ্ট থাকতে হল।

একে প্রায় চারশো রানের পাহাড়, তার উপর ইংল্যান্ডের অভিজ্ঞ বোলিং। তা সত্বেও ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনিং জুটির ব্যাটিং ছিল নজরকাড়া। চা পান বিরতিতে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩ রান ।

এরপর দিনের শেষ সেশনে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে পাল্টা জোরালো আক্রমণ শুরু করেন শেফালী। কিন্তু নড়বড়ে নব্বুইয়ে ক্রসের বলে ৯৬ রানে আউট হয়ে ফেরেন শেফালি। এই ইনিংসেই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়ে অভিষেক টেস্টে ওভার বাউন্ডারি মারার কৃতিত্ব রইল শেফালির দখলে । টেস্ট অভিষেক ম্যাচেই সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের নামে লেখা হল – ১৭ বছরের শেফালি সেই প্রসঙ্গে ম্যাচের শেষে বলেন, ব্যাটিংয়ের সময় বয়সের কথা মাথায় থাকে না।

পার্টনার শেফালি ফিরে যাওয়ার পরেই ফেরেন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা (৭৮ রান)। ওপেনিং জুটিতে ১৬৭ রান করেন শেফালি-মান্ধানা। এটি হয়ে গেল নয়া রেকর্ড। ভারতীয় প্রমীলা ক্রিকেটে এর আগে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সন্ধ্যা আগরওয়াল ও গার্গী বন্দ্যোপাধ্যায়ের জুটিতে তোলা ১৫৩ রানের ছিল সেরা সংগ্রহ ।

এরপরেই শুরু ‘আয়ারাম – গয়ারাম’ পালা। ভারতীয় মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে । অধিনায়ক নাইটের দাপটে একের পর এক উইকেট খোয়ায় ভারত। মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক মিতালি রাজও। ব্যর্থ পুনম রাউত ও শিখা পান্ডে। দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৫ উইকেটে ১৮৭। ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ( প্রথম ইনিংস) : (প্রথমদিনের স্কোর : ৬/২৬৯) ৯ উইকেট ৩৯৬ ডিক্লেয়ার ( ডাঙ্কলে অপরাজিত ৭৪, স্নেহ রানা ৪/১৩১, দীপ্তি শর্মা ৩/৬৫)
ভারত ( প্রথম ইনিংস): ৫/১৮৭ ( শেফালি ভার্মা ৯৬, স্মৃতি মান্ধানা ৭৮, নাইট ২/১)

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Iran-Israel | যু/দ্ধে কোমর ভে/ঙে দিয়েছে ইরান, কী কী ক্ষতি হয়েছে? জানিয়ে দিল ইজরায়েল
02:51:31
Video thumbnail
Kerala Incident | ফাঁ/সি হয়েই যাবে কেরালা কন্যা নিমিষা প্রিয়ার? দেখুন বড় আপডেট
02:10:56
Video thumbnail
Bharat Bandh | বনধ সফল করতে রাস্তায় মোষ নিয়ে সমর্থক, দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে
01:05:11
Video thumbnail
Weather Forecast | ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে জেলা, কী জানাচ্ছে হওয়া অফিস? দেখুন সরাসরি
02:57:11
Video thumbnail
Donald Trump | Vladimir Putin|‘বন্ধু’ পুতিনের উপর ক্রুদ্ধ ট্রাম্প, কী বললেন ট্রাম্প? কী করবেন পুতিন?
02:27:11
Video thumbnail
Dharmatala | Strike | ধর্মঘটের সকালে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে, যানজট কতটা? দেখুন সরাসরি
01:05:40
Video thumbnail
Strike | দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাকে কী প্রভাব জেলায়? দেখুন সরাসরি
48:31
Video thumbnail
Strike | Kolkata | শহর জুড়ে বিক্ষিপ্ত বিক্ষো/ভ, কী পরিস্থিতি দেখুন সরাসরি
44:10
Video thumbnail
Strike | Ganga Ghat | সাধারণ ধর্মঘটের ডাক, কী পরিস্থিতি গঙ্গা ঘাটগুলিতে?
51:21
Video thumbnail
Politics | চিচিং বনধ্, চিচিং ফাঁক, রয়টার্স বাতিল, রয়টার্স থাক
01:54

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39