কলকাতা: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি২০ সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত (India)। প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ করেছিল সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) ভারত। তা সত্ত্বেও বরুণ চক্রবর্তীর দুরন্ত স্পিন বোলিংয়ে জেতার জায়গায় চলে গিয়েছিল ভারত। কিন্তু ট্রিস্টান স্টাবস বিপদ সামলে প্রোটিয়াদের জিতিয়ে দেন। কিন্তু প্রশ্ন উঠছে স্কাইয়ের অধিনায়কত্ব নিয়ে, অক্ষর প্যাটেলকে (Axar Patel) মাত্র এক ওভার কেন করালেন তিনি?
প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ আকাশ চোপড়া এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অক্ষর প্যাটেলকে নিয়ে আমরা ঠিক কী করছি? ওকে খেলাচ্ছিই বা কেন? এটা পরিষ্কার করা হোক। কিংসমিড, ডারবানে এক ওভার, এখানেও এক ওভার দেওয়া হল। যে পিচে সাতটি উইকেটের ছ’টিই স্পিনাররা নিয়েছে, সেখানে অক্ষরকে মাত্র এক ওভার বলা হল।”
আরও পড়ুন: “ও কথা বলার কে?” পন্টিংকে ধুয়ে দিলেন গম্ভীর
আকাশ আরও বলেন, “আমার মতে অক্ষরকে কম ব্যবহার করা হয়েছে। আমরা তিনজন স্পিনার খেলাচ্ছি, অথচ তাদের ঠিক মতো ব্যবহার করতে পারছি না। ব্যাটিং ব্যর্থতার কথা আমি সেভাবে ভাবছিই না, কিন্তু অক্ষর প্যাটেলকে দিয়ে বল না করানো সূর্যের ভুল অবশ্যই।”
প্রাক্তন ভারতীয় ব্যাটার বলছেন, দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতানো স্টাবস প্রথম দিকে স্পিন খেলতে পারছিলেন না। ফুল লেন্থ বলে ব্যাক ফুটে খেলছিলেন। তাঁর সঙ্গে যিনি অপরাজিত ছিলেন সেই জেরাল্ড কোয়েটজির প্রশংসা করেন আকাশ। তিনি বলেন, আইপিএলের নিলামে দেড় থেকে দু’ কোটি টাকা পেতে পারেন প্রোটিয়া পেসার।
দেখুন অন্য খবর: