কলকাতা: টম অলড্রেডের (Tom Aldred) পর আরও এক দীর্ঘদেহী ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব বান্দুং (Parsib Bandung) থেকে আসছেন আলবার্তো রডরিগেজ (Alberto Rodriguez)। কিছুদিন আগে দুই বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হামিল এবং হেক্তর ইউস্তেকে ছেড়ে দিয়েছিল সবুজ-মেরুন শিবির। তাই দরকার ছিল নতুন দু’জনের। এবারে বাগান রক্ষণে জুটি বাঁধবেন ইংলিশ অলড্রেড এবং স্প্যানিশ রডরিগেজ।
রক্ষণ সামলানোর পাশাপাশি পাসিংয়ের সাহায্যে আক্রমণ তৈরিতেও দক্ষ ৩১ বছরের রডরিগেজ। কর্নার থেকে হেডে গোল করতেও পারেন তিনি। এ বছর আইএসএল-এর পাশাপাশি অত্যন্ত কঠিন এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মোহনবাগান। তাই রক্ষণ জমাট করতে হতই।
আরও পড়ুন: ছোটবেলার ‘আইডল’ রোনাল্ডোর বিরুদ্ধে আজ এমবাপে
Time to send that ‘Hi’ to your crush! 🫡
Welcome Alberto Rodríguez 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeAlberto pic.twitter.com/xlQTTQJPYu
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 5, 2024
বাগানে সই করে খুশি রডরিগেজ। তিনি জানিয়েছেন, এই ক্লাবের বিশাল সমর্থক সংখ্যার কথা ভেবেই আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বললেন, মাঠভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে সেরা খেলাটা বেরিয়ে আসে। ভারতে এ বিষয়ে মোহনবাগানই সেরা। আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ-মেরুন সমর্থকরাই সবার আগে। সব টুর্নামেন্ট জেতাই লক্ষ্য আমার।
সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা (Jose Molina) বললেন, আলবার্তো রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরিতেও দক্ষ। দুই পা-ই বেশ সচল। গত মরসুমে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করায় অন্যতম ভূমিকা ছিল ওর। আমি খুশি আলবার্তো মোহনবাগানের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং ভারতের সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
দেখুন অন্য খবর: