প্যারিস: মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় অলিম্পিক্সের ফাইনাল থেকে বাতিল হয়ে যান বিনেশ ফোগট (Vinesh Phogat)। ২১ বছর বয়সি কুস্তিগির আমন শেরাওয়াত (Aman Sherawat) শুক্রবার পুরুষদের ৫৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতে এই ক্রীড়ায় দেশের মান রাখলেন। পদক জিতে তিনি যে বক্তব্য রাখলেন, তার একটা অংশ নিয়ে নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিনেশ-বিতর্ক।
আমন জানিয়েছেন, বৃহস্পতিবার লড়াইয়ের পর তাঁর ওজন বেড়ে গিয়েছিল ৪.৬ কেজি। ১০ ঘণ্টার মধ্যে সেই ওজন কমিয়ে ফেলেন তিনি। প্রশ্ন উঠছে, আমন যদি ৪.৬ কেজি কমাতে পারেন তাহলে বিনেশ ২ কেজি কমাতে পারলেন না কেন। সেমিফাইনালের পর তাঁর ওজন ২ কেজি মতো বেড়ে গিয়েছিল। কিন্তু তা কমানো গেল না কেন? দোষ কি বিনেশের নিজস্ব সাপোর্ট স্টাফের নাকি ভারতের অলিম্পিক্স দলের চিকিৎসকদের?
আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়ে ফুটবলে সোনা জয় স্পেনের
প্রসঙ্গত, বিনেশের ওই দুর্ভাগ্যজনক ঘটনার পরেই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বিজেন্দ্র সিং (Vijendra Singh) বলেছিলেন, তাঁরা এক রাতের মধ্যে পাঁচ-ছয় কেজি কমিয়েছেন। তাহলে বিনেশের ক্ষেত্রে এমন হল কী করে? সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন বিজেন্দ্র। তিনি বলেন, কেউ বা কারা চান না, ভারতীয় কুস্তিগিররা পদক পাক। এ নিয়ে অবশ্য ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে রুপোর দাবিতে কোর্ট অফ আরবিট্রেশনে (Court of Arbitration) আবেদন জানিয়েছিলেন বিনেশ। তাঁর হয়ে মামলা লড়বেন নামী আইনজীবী হরিশ সালভে (Harish Salve)। তবে অলিম্পিক কমিটি জানিয়েছে, এই মামলার নিষ্পত্তি দ্রুত হওয়া সম্ভব নয়।