কলকাতা: বলিউডে (Bollywood) অভিষেক ঘটল কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলের (Andre Russell)। ‘লড়কি তু কামাল কি’ গানের মিউজিক ভিডিওতে দেখা গেল তাঁকে। ২ মিনিট ৫৮ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে রাসেলের বিপরীতে রয়েছেন অভিনেত্রী অভিকা গোর (Avika Gor)। গানটি লেখা, কম্পোজ করা, গাওয়া এবং পরিচালনা করেছেন পলাশ মুছল। ড্রে রাস শুধু নাচের স্টেপই দেননি, তাঁর গলাও শোনা গিয়েছে।
আরও পড়ুন: SRH vs LSG ম্যাচে হল যে চার রেকর্ড
‘লড়কি তু কামাল কি’ মিউজিক ভিডিওর মাধ্যমে পূর্বসূরি ক্রিস গেলের (Chris Gayle) পদাঙ্ক অনুসরণ করলেন রাসেল। সঙ্গীতশিল্পী ইউটিউবার এমিওয়ে বান্টাইয়ের গান ‘জামাইকা টু ইন্ডিয়া’ গানে দেখা গিয়েছিল ইউনিভার্স বসকে। রাসেল নিজেই হিন্দি গানের এই মিউজিক ভিডিওটি প্রকাশের কথা জানিয়েছেন। সঙ্গীত জগতের সঙ্গে রাসেলের যোগাযোগ অনেকদিন ধরেই। ২০১৪ সালে ‘ড্রে রাস’ নাম দিয়ে দুটি সিঙ্গল প্রকাশ করেছিলেন তিনি।
View this post on Instagram
প্রসঙ্গত, এবারের আইপিএলে ভালোই ফর্মে আছেন ক্যারিবিয়ান পাওয়ার হাউস। তবে ব্যাটের থেকে বেশি ভালো হচ্ছে তাঁর বোলিং। তাঁর দল কেকেআর দুরন্ত ফর্মে রয়েছে। ১১ ম্যাচের আটটা জিতে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে কেকেআর। তাদের লক্ষ্য প্রথম দুইয়ে থেকে লিগ শেষ করা যাতে ফাইনালে ওঠার দুটো সুযোগ পাওয়া যায়। আগামী ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই প্লে অফ নিয়ে কোনও চিন্তা থাকবে না। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের কাছে হারায় ইডেনে বদলা নেওয়ার মুডে থাকবে।
দেখুন অন্য খবর: