কলকাতা: শাস্তি পেলেন আনোয়ার আলি। ভারতীয় ডিফেন্ডারকে চার মাস নির্বাসিত করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। শাস্তি পেল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও। আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার কিনতে পারবে না দুই ক্লাব। তাছাড়া আনোয়ার, দিল্লি এবং ইস্টবেঙ্গলকে মিলিতভাবে ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এই অর্থ পাবে মোহনবাগান সুপার জায়ান্ট।
আনোয়ারকে নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর সবুজ-মেরুনেরই জয় হল। বেশ ঘটা করে বিমানবন্দরে তাঁকে বরণ করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু আইএসএল মরসুমের অর্ধেকটা তাঁকে ছাড়াই খেলতে হবে মশাল বাহিনীকে।
আরও পড়ুন: নিশঙ্কার দুরন্ত শতরান, ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার টেস্ট জয়
দিল্লি থেকে লোনে চার বছরের চুক্তিতে আনোয়ারকে সই করেছিল মোহনবাগান। এক মরসুম বাগানে খেলার পর সবাইকে অবাক করে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে সই করেন তিনি। লাল-হলুদের তরফে দাবি করা হয়, ফিফার নতুন নিয়মে লোনে এক বছরের বেশি কাউকে দলে রাখা যায় না। তাই আনোয়ারকে সই করানোতে কোনও ভুল নেই।
কিন্তু ফিফার এই নিয়ম ভারতে চালু হওয়ার কথা ২০২৫ এর জানুয়ারি মাসে। অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে যেসব খেলোয়াড়ের লোনচুক্তি হয়েছে, তাঁরা ফিফার নতুন নিয়মের আওতায় পড়বেন। কিন্তু মোহনবাগানের সঙ্গে আনোয়ারের লোনচুক্তি ২০২৩ সালে, কাজেই তিনি মোহনবাগানেরই খেলোয়াড়। তাঁকে দলে নিয়ে বিধিভঙ্গ করেছে ইস্টবেঙ্গল। অন্যায় করেছেন আনোয়ার। অবৈধ চুক্তির মধ্যস্থতা করে অন্যায় করেছে দিল্লি এফসিও। সে কারণেই তাদের শাস্তি দিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
দেখুন অন্য খবর: