আমেদাবাদ: এশিয়া কাপের কথা মনে আছে? কী উৎপাতই না করেছিল আবহাওয়া! শ্রীলঙ্কার যে মাঠেই খেলা হোক বৃষ্টি তাড়া করেছে। কিন্তু এই বিশ্বকাপে (CWC 2023) বৃষ্টি খুব সামান্যই ব্যাঘাত ঘটিয়েছে। বিসিসিআই (BCCI) খুবই বিচক্ষণতার সঙ্গে সময় অনুযায়ী বিভিন্ন রাজ্যে খেলা ফেলেছে। যেমন অক্টোবর মাসের শুরুতে কলকাতায় কোনও খেলা রাখা হয়নি। বেশিরভাগই নভেম্বরে। সে কারণেই বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারেনি।
টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার আমেদাবাদের (Ahmedabad) আকাশ থাকবে মেঘমুক্ত, রৌদজ্জ্বল। খেলা শুরুর সময় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতার সম্ভাবনা ৩৯ শতাংশ এবং সাত কিমি প্রতি ঘণ্টা বেগে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে হাওয়া বইবে।
আরও পড়ুন: ভারতের দুর্বলতা আছে, বললেন জস হ্যাজলউড
রাতের দিকে তাপমাত্রা ২৪ ডিগ্রিতে নেমে যাবে তবে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হবে ৫৭ শতাংশ। একই দিকে প্রায় একই গতিবেগে হাওয়া বইবে। শিশির পয়েন্ট দিনের বেলা ১৬ শতাংশ থেকে রাতে ১৭ শতাংশ হবে। আজেই ম্যাচে শিশিরের খুব একটা প্রভাব পড়বে না। তাই টসে জিতে দুই দলই ব্যাট করতে চাইবে। সবমিলিয়ে কোনও বাধাবিঘ্ন ছাড়াই এক দুর্দান্ত ফাইনালে দেখতে চলেছি আমরা।
যাঁরা স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তাঁদের মজার সীমা নেই। তবে নিজের ঘরে বসে দেখার আনন্দও কম নয়। টিভিতে দেখতে হলে আপনার স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) থাকতে হবে। যদি না থাকে এক্ষুনি কেবল অপারেটরকে দিয়ে ব্যবস্থা করান। ফাইনাল বলে কথা!। বাড়ির বাইরে থাকলে সম্বল স্মার্টফোন। ফোনে থাকতে হবে ডিজনি হটস্টার (Disney Hotstar) অ্যাপ সঙ্গে ইন্টারনেট কানেকশন যা এখন সবার কাছেই থাকে। হটস্টার যেহেতু বিশ্বকাপটা ফ্রি-স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে তাই সাবক্রিপশনের বালাই নেই। আজ টস হবে দুপুর দেড়টায় এবং তার আধঘণ্টা পরেই খেলা শুরু।