কলকাতা: সোমবার দিনটা দারুণভাবে শেষ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) আরপিএসজি গ্রুপের চেয়ারম্যানের দল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) শেষ মূহূর্তের গোলে ফাইনালে উঠেছে। ম্যাচ দেখতে এসেছিলেন গোয়েঙ্কার ক্রিকেট টিম লখনউ সুপার জায়ান্টের (LSG) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। আজ তাঁর এবং তাঁর দলের দায়িত্ব গোয়েঙ্কার মুখে হাসি ফোটানো। গতকাল হাসি ফুটিয়েছিল কলকাতার ক্লাব কিন্তু আজ কলকাতার ক্লাবই তাঁর প্রতিপক্ষ।
কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং লখনউ সুপার জায়ান্টসের অবস্থা একই রকম। দুই দলই চার ম্যাচ খেলে দুটো জিতেছে, দুটো হেরেছে। নেট রান রেটে একটু এগিয়ে থাকায় কেকেআর পাঁচে এবং এলএসজি ছয়ে রয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে আজ আর্সেনাল-রিয়াল, বায়ার্ন-ইন্টার
নাইট শিবিরের সমস্যা ওপেনিং স্পট নিয়ে। গত বছর ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠা সুনীল নারিন রানই করতে পারছেন না। কুইন্টন ডি কক একটা ৯৭ রানের ইনিংস খেললেও ফিল সল্টের পরিপূরক হয়ে উঠতে পারেনি।
আজ নারিনকে নীচে নামিয়ে অঙ্গকৃশ রঘুবংশীকে ওপেন করাতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তরুণ রঘুবংশী এ মরসুমের দলের সবথেকে ধারাবাহিক ব্যাটার। ডি কককে বসিয়ে আজ খেলানো হতে পারে আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। আগের দিনের মতো আজও মইন আলিকে নিয়ে তিন স্পিনার খেলানো হতে পারে।
এদিকে লখনউয়ের সমস্যা তাদের অধিনায়কের জঘন্য ফর্ম। চার ম্যাচে মাত্র ১৯ রান করেছেন পন্থ। তবে গোয়েঙ্কার দলে বড় কোনও বদলের সম্ভাবনা নেই। এদিনের ম্যাচ দুপুর সাড়ে তিনটে থেকে, কলকাতার ইডেন গার্ডেন্সে।
দেখুন অন্য খবর: