কলকাতা: সোনালি সময় চলছে আর্জেন্টিনার (Argentina)। ২০২১ সালে কোপা আমেরিকা জয় (Copa America), ২০২২-এ বিশ্বকাপ (World Cup) এবং ২০২৪-এ ফের কোপা জিতেছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। গোটা আর্জেন্টিনা উৎসবে মাতোয়ারা। উৎসবের আবহের মধ্যেই বিতর্কের ছায়া। সেই বিতর্কের আগুন নিয়ে খেলতে গিয়ে বরখাস্ত হলেন সে দেশের মন্ত্রী।
ঠিক কী ঘটেছিল?
কোপা আমেরিকা জয়ের পর টিম বাসে উৎসবে মেতেছিল আর্জেন্টিনা টিম। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বর্ণবিদ্বেষী গান গাইতে থাকেন এঞ্জো ফার্নান্ডেজ (Enzo Fernandez)এবং আরও কয়েকজন। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়। তাতে ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কুরুচিকর বক্তব্য শোনা গিয়েছে। গানের মাধ্যমে বলা হয়েছে, আদতে আফ্রিকার দেশের মানুষ ফ্রান্সের হয়ে খেলছেন, তাঁদের পাসপোর্টে লেখা ফ্রেঞ্চ।
আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে অতীত ভারতীয় দলের ক্ষতি করবে না, জানালেন কোহলি
এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে ইউরোপীয় ফুটবলের আঙিনা। এঞ্জোদের শাস্তির দাবি ওঠে। ভাইরাল ভিডিওতে মেসিকে অবশ্য দেখা যায়নি। এমনকী তিনি ওই সময় টিম বাসে ছিলেনই না। এদিকে আর্জেন্টিনার উপ-ক্রীড়ামন্ত্রী হুলিয়ো গাররো (Julio Garro) দাবি করেন, লিওনেল মেসি এবং তাঁর টিমমেটদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (AFA) প্রেসিডেন্টকে ক্লদিও ট্যাপিয়াকেও।
এক রেডিও স্টেশনে উপ-ক্রীড়ামন্ত্রী মেসিদের ক্ষমা চাওয়ার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করেন স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (Javier Milei)। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি বলেন, “বিশ্ব চ্যাম্পিয়ন এবং দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় দল অথবা দেশের কোনও নাগরিক কী মন্তব্য করবে, কী ভাববে এবং কী করবে তা বলে দেওয়ার অধিকার কোনও সরকারের নেই। সেই কারণেই হুলিয়ো গাররো আর মন্ত্রিত্বে নেই।”