কলকাতা: পুরুষদের জাতীয় দলের ক্রমতালিকা প্রকাশ করল ফিফা (FIFA)। টানা সাত ম্যাচ জিতে ইউরো কাপ (UEFA EURO 2024) চ্যাম্পিয়ন হওয়া স্পেন (Spain) পাঁচ ধাপ লাফিয়ে উঠে এল তিন নম্বরে। ফাইনালে হারলেও ফাইনাল অবধি দৌড়নোর সুবাদে এক ধাপ এগিয়ে চার নম্বর স্থান পেল ইংল্যান্ড (England)। কোপার ফাইনালে ওঠায় তিন ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিল কলম্বিয়া।
২০২২ বিশ্বকাপ জেতার পরে এক নম্বর স্থান দখল করেছিল আর্জেন্টিনা (Argentina)। তারপর থেকে তাদের নড়ানো যায়নি। এবারেও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ায় শীর্ষস্থান নিজেদের দখলে রাখলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। অদূর ভবিষ্যতে তাঁদের স্থানচ্যুত করা সম্ভব নয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, টি-টোয়ন্টিতে অধিনায়ক সূর্যকুমার
দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সও নিজেদের জায়গায় অনড়। ইউরো কাপে দুর্দান্ত পারফরম্যান্স না করলেও কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe) সেমিফাইনালে পৌঁছেছিলেন। সে কারণে তাঁরা দ্বিতীয় স্থানে টিকে রইলেন।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ নেমে গেল, নেইমারদের দেশ এখন পাঁচ নম্বরে। তিন ধাপ নেমে বেলজিয়াম ছয় নম্বরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল দুই ধাপ নেমে এখন আট নম্বরে।
ফিফা ক্রমতালিকায় সবথেকে বড় লাফ দেওয়া দুই দেশ যথাক্রমে ভেনেজুয়েলা এবং তুরস্ক। ৫৪ থেকে ১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বর স্থানে তারা। ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছনো তুরস্ক ১৬ ধাপ এগিয়ে ২৬ নম্বর স্পট দখল করেছে।
ফিফা ক্রমতালিকায় সেরা ১০ দেশ
১) আর্জেন্টিনা
২) ফ্রান্স
৩) স্পেন
৪) ইংল্যান্ড
৫) ব্রাজিল
৬) বেলজিয়াম
৭) নেদারল্যান্ডস
৮) পর্তুগাল
৯) কলম্বিয়া
১০) ইতালি