কলকাতা: প্রথম শ্রেণির ক্রিকেটে (First Class Criket) প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। আইপিএলের (IPL 2025) নিলাম সামনেই, তার আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের বার্তা দিয়ে রাখলেন শচীন-পুত্র। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলে ছিলেন তিনি, গত ৩১ অক্টোবর অন্য অনেকের সঙ্গে অর্জুনকে ছেড়ে দেয় তারা।
বুধবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গোয়ার (Goa) হয়ে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিরুদ্ধে খেলতে নামেন অর্জুন। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অরুণাচল। নতুন বলে আগুন ঝরান শচীন-পুত্র। ৯ ওভার বল করে ২৫ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। তাঁর দাপটেই মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায় অরুণাচল।
আরও পড়ুন: ২২৮ রানে শেষ বাংলা, শামির কাঁধে বড় দায়িত্ব
নিজের প্রথম ওভারেই নেভাম হাচাংকে আউট করেন অর্জুন। এরপর ইনিংসের ১২ নম্বর ওভারে জোড়া ধাক্কা দেন। অরুণাচলের প্রথম পাঁচটি উইকেটের পাঁচটাই বাঁ-হাতি পেসারের শিকার। রঞ্জি ট্রফিতে ব্যাট হাতেও কার্যকারিতা দেখিয়েছেন অর্জুন, নাগাল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৪২ রান করে ম্যাচ জিততে সাহায্য করেন। এছাড়া তিন ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
অরুণাচল ৮৪ রানে অল আউট হওয়ার পর মাত্র দুই উইকেট হারিয়ে ৪১৪ করে ফেলেছে গোয়া। প্রথম দিনের শেষে ১৫৬ বলে ১৭৯ করে অপরাজিত আছেন কাশ্যপ বাখালে। স্নেহাল কথঙ্কর ১০০ বলে ১৪৬ করে অপরাজিত আছেন।