হায়দরাবাদ: সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে দারুণ উদ্যোগ নিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)। ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ খেলবে ভারত। ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী স্টেডিয়ামে (Rajiv Gandhi Stadium)। টেস্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তেলঙ্গানা (Telangana) রাজ্যে কর্মরত সমস্ত সেনা জওয়ান এবং তাঁদের পরিবার বিনামূল্যে মাঠে এসে খেলা দেখতে পারবেন।
আরও পড়ুন: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ধোনি
এই মর্মে এইচসিএ-র প্রেসিডেন্ট অর্শনাপল্লী জগনমোহন রাও (Arshanapally Jaganmohan Rao) ঘোষণা করেন, “তেলঙ্গানায় কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মীরা এবং তাঁদের পরিবার এই অফারের সুবিধা নিতে পারেন। এইচসিএ সিইও-কে তাঁদের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের প্রত্যয়িত চিঠি ইমেল করতে হবে ১৮ জানুয়ারির মধ্যে।”
শুধু সেনাকর্মী নয়, বিনামূল্যে খেলা দেখার সুযোগ রয়েছে স্কুলছাত্রদের জন্যও। জগনমোহন রাও জানিয়েছেন, টেস্টের পাঁচদিনের প্রতিদিন ৫০০০ স্কুলপড়ুয়াদের খেলা দেখার সুযোগ দেওয়া হবে। এইচসিএ সভাপতি বলেন, “প্রতিদিন ৫০০০ স্কুলপড়ুয়াকে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। তারা বিনামূল্যে খাবার এবং জলও পাবে। এখন পর্যন্ত ৩০০০-এর বেশি স্কুল এই অফারে আগ্রহী। তবে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পরতে হবে এবং সঙ্গে স্কুলের পরিচয়পত্র থাকতে হবে।”
দেখুন অন্য খবর: