কলকাতা: তৃতীয় সপ্তাহে পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League)। শনিবার রয়েছে সাতটি ম্যাচ এবং রবিবার তিনটি ম্যাচ। আজ, শনিবারের সাতটি ম্যাচের মধ্যে নজর থাকবে ঠিক শুরু এবং শেষের ম্যাচের উপর। ভারতীয় সময় বিকেল ৫টায় ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে খেলবে আর্সেনাল (Arsenal)। রাত ১০টায় ওয়েস্ট হ্যামের মুখোমুখি ম্যান সিটি (Man City)।
গত সপ্তাহে ম্যান ইউকে ২-১ ফলে হারিয়ে চমকে দিয়েছিল ব্রাইটন। আজ সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়েই মিকেল আর্তেতার (Mikel Arteta) দলের মুখোমুখি হবে তারা। গত দুই মরসুমে লিগের দ্বিতীয় সেরা দল আর্সেনাল। রক্ষণ থেকে মাঝমাঠ হয়ে আক্রমণ, সব বিভাগে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের। সবথেকে বড় কথা, দৃষ্টিনন্দন ফুটবল খেলাতে সক্ষম হয়েছেন আর্তেতা। আজ তাই ব্রাইটনের বড় পরীক্ষা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন দ্রাবিড়-পুত্র সমিত
আজ ঘরের মাঠে খেললেও তিন পয়েন্ট পাওয়া ওয়েস্ট হ্যামের পক্ষে খুবই কঠিন। কারণ টানা চারবার লিগ চ্যাম্পিয়নরা তাদের সামনে। গত দুই মরসুমের সর্বোচ্চ গোলদাতা এর্লিং হালান্ড ফের তাণ্ডব শুরু করেছেন। দুই ম্যাচ খেলে ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন তিনি। কাজেই হ্যামারদের আজ কঠিন পরীক্ষা।
এই সপ্তাহের সবথেকে বড় ম্যাচ অবশ্য রবিবার। ভারতীয় সময় রাত ৮.৩০-এ মুখোমুখি ইংল্যান্ডের সবথেকে ঐতিহ্যশালী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। খেলা হবে ওল্ড ট্রাফোর্ডে। মরসুমের প্রথম দুই ম্যাচেই জিতেছে লিভারপুল। কিন্তু প্রথম ম্যাচে ১-০ জয়ের পরে দ্বিতীয় ম্যাচে ব্রাইটনের কাছে হেরেছে এরিক টেন হাগের ম্যান ইউ। রবিবার তাঁর দলের অগ্নিপরীক্ষা।
দেখুন অন্য খবর: