Thursday, October 3, 2024

HomeScrollচ্যাম্পিয়ন্স লিগে আজ আর্সেনাল-পিএসজি, খেলবে সিটি, বার্সাও
UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে আজ আর্সেনাল-পিএসজি, খেলবে সিটি, বার্সাও

বায়ার লেভারকুসেন বনাম এসি মিলানের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে

Follow Us :

কলকাতা: আজ মঙ্গলবার রাতে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফুটবল। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের ফর্ম্যাট এবার অন্যরকম। তাই কেউই ঝুঁকি নিতে চাইছে না, সবারই লক্ষ্য জিতে তিন পয়েন্ট পাওয়া।

আজ রাতে রয়েছে ন’টি ম্যাচ। তার মধ্যে সবথেকে বেশি নজর থাকবে আর্সেনাল বনাম পিএসজি ম্যাচের উপর। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe) চলে গেলেও প্যারিসের ক্লাব এখনও যথেষ্ট শক্তিশালী। তবে আর্সেনালের বিরুদ্ধে তাদের কঠিন লড়াই।

আরও পড়ুন: কানপুরে ‘ঐতিহাসিক’ জয়, চুনকাম হল বাংলাদেশ    

হান্সি ফ্লিকের নতুন বার্সেলোনা আজ খেলবে বিএসসি ইয়ং বয়েজের বিরুদ্ধে। বার্সা মানেই এখন তরুণ লামিনে ইয়ামালের উপর নজর। ইয়ং বয়েজ মোটামুটি সহজ প্রতিপক্ষ, আজ তাদের বিরুদ্ধে ইয়ামালের জাদু দেখতে মুখিয়ে সমর্থকরা।

 

বায়ার লেভারকুসেন বনাম এসি মিলানের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। জাভি আলোনসোর হাতে পড়ে লেভারকুসেন এখন শক্তিশালী দল, আর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সফলতম দল মিলান। আগের সপ্তাহে দুর্দান্ত জয় পাওয়া সেল্টিক খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।

মিলানের চির-প্রতিদ্বন্দ্বী ইন্টারের প্রতিপক্ষ আজ রেড স্টার বেলগ্রেড। এছাড়া আজ রাতে রয়েছে আরবি সালজবার্গ বনাম ব্রেস্ট, স্টুটগার্ট বনাম স্পার্টা প্রাগ, পিএসভি বনাম স্পোর্টিং সিপি এবং স্লোভান ব্রাতিস্লাভা বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ। প্রথম ম্যাচে ইন্টারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর আজ তিন পয়েন্ট পেতে মরিয়া পেপ গুয়ার্দিওলার দল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular