চেন্নাই: চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ছোট থেকে দেখছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এ মাঠে টেস্টে তাঁর ব্যাটিং গড় চল্লিশের উপর। ১৪৪ রানে ৬ উইকেট চলে যাওয়ার ভারতের হাল ধরলেন তিনিই। সঙ্গী হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতের দুই রবি মিলে ড্যামেজ কন্ট্রোল করলেন। ১৪৪/৬ থেকে ভারত এখন ২৩৩/৬। প্রথম দিনের খেলায় এখনও অনেকগুলো ওভার বাকি আছে।
অশ্বিন এবং জাদেজা দু’জনে শুধু প্রতিরোধ গড়লেন না, পাল্টা আক্রমণও করলেন। ৬২ বলে ৫৮ করে অপরাজিত ডানহাতি, মেরেছেন সাতটি চার এবং একটি ছয়। জাদেজা অপরাজিত আছেন ৪৮ বলে ৩৫ করে, তিনি চারটি চার এবং একটি ছয় মেরেছেন। সাড়ে ছ’ ফুটের পেসার নাহিদ রানার (Nahid Rana) পেসে চাপে পড়েছিলেন সেট হয়ে যাওয়া যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সেই রানাকে অতি সহজে মেরে দিলেন অশ্বিন। সাকিব আল হাসানকে মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে ফেললেন।
আরও পড়ুন: যশস্বীর অর্ধশতরান, একাই চার উইকেট নিলেন হাসান
The @ashwinravi99 – @imjadeja partnership has grown from strength to strength and it is nearing 100.
Watch how they dominated the Bangladesh bowling attack.
Live – https://t.co/jV4wK7BgV2 #INDvBANAN @IDFCFIRSTBank pic.twitter.com/Lfmw0NgcGP
— BCCI (@BCCI) September 19, 2024
বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন পেসার হাসান মাহমুদ (Hasan Mahmud)। পেস বেশি নয়, তাঁর অস্ত্র সুইং। অনেকটা ভুবনেশ্বর কুমারের ধরনের বোলার চারটি উইকেট তুলে নিলেন। নতুন বলে দু’দিকেই সুইং করাতে পারেন। এই ব্যাপারটাই চাপে ফেলল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিকে (Virat Kohli)।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম বলতে যেমন পরিবেশের কথা মনে আসে, এদিন সেরকম ছিল না আদৌ। মেঘলা আকাশ দেখে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাঞ্চের মধ্যে রোহিত, বিরাট এবং শুভমান গিল আউট। কাজেই প্রথম সেশন ওপার বাংলার দখলে গিয়েছে। লাঞ্চের পরে জয়সওয়াল এবং ঋষভ পন্থ (Rishabh Pant) টানছিলেন। ৩৯ করার পর অফস্টাম্পের বাইরের বলে খারাপ শট খেলে আউট হলেন বহু দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা উইকেটকিপার-ব্যাটার।
দেখুন অন্য খবর: