skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollঅশ্বিনের দুরন্ত সেঞ্চুরি, জাদেজাকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ  
India vs Bangladesh

অশ্বিনের দুরন্ত সেঞ্চুরি, জাদেজাকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ  

পাকিস্তান আর ভারতের মধ্যে তফাত কী, তা হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ

Follow Us :

চেন্নাই: টেস্ট ক্রিকেটে নিজের ষষ্ঠ শতরান করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে হল দুটি। বৃহস্পতিবার ভারতের ১৪৪ রানে ৬ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। আগুন ঝরাচ্ছিলেন সাড়ে ছ’ ফুটের পেসার নাহিদ রানা। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে শুধু প্রতিরোধ গড়লেন না, বাংলাদেশি বোলারদের পাল্টা আক্রমণ করলেন।

মাত্র ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন অশ্বিন। রীতিমতো ওয়ানডে মেজাজে খেলেছেন তিনি। অন্যদিকে জাদেজার ইনিংসের শুরু টেস্ট-সুলভ হলেও পরের দিকে তিনিও মারমুখী মেজাজে খেলেন। শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনিও (১১৭ বলে অপরাজিত ৮৬)। আশা করা যায় কাল সকাল সকাল দ্রুত টেস্ট কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে ফেলবেন।

আরও পড়ুন: ১৪৪/৬ থেকে ভারতকে ম্যাচে ফেরালেন দুই রবি

চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ছোট থেকে দেখছেন অশ্বিন। এ মাঠে টেস্টে তাঁর ব্যাটিং গড় চল্লিশের উপর। ১৪৪ রানে ৬ উইকেট চলে যাওয়ার ভারতের হাল ধরলেন তিনিই। সঙ্গী হলেন জাড্ডু। ভারতের দুই রবি মিলে ড্যামেজ কন্ট্রোল করলেন। ১৪৪/৬ থেকে প্রথম দিনের শেষে ভারত ৩৩৯/৬।

 

সকালে মেঘলা আকাশ দেখে বল নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)। প্রথম সেশনটা একেবারে পরিকল্পনা মাফিক হয়। লাঞ্চের আগে ভারত তিন উইকেট হারায়, সেই তিনজন রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। লাঞ্চের পরে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ, কে এল রাহুল এবং হাফ-সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল।

এরপর খেলা ধরে অশ্বিন-জাদেজা জুটি। দুজনে মিলে গড়েন অপরাজিত ১৯৫ রানের পার্টনারশিপ। চিপকের মাঠে সপ্তম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। সকালের দিকে নতুন এসজি বল যেরকম সুইং পাচ্ছিল তা বেলার দিকে কমে আসে। মেঘলা আকাশও কিছুটা পরিষ্কার হয়। আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা দুই অলরাউন্ডার তার সুযোগ নেবেনই। পাকিস্তান আর ভারতের মধ্যে তফাত কী, তা হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular