Homeক্রিকেট বিশ্বকাপবিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, বাঁ-হাতে চিড় আক্রমণাত্মক ওপেনারের

বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, বাঁ-হাতে চিড় আক্রমণাত্মক ওপেনারের

বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা রীতিমতো সংশয়ে

কলকাতা: বিশ্বকাপের (World Cup 2023) আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। বাঁ হাতের হাড়ে চিড় ধরেছে ওপেনার ট্রাভিস হেডের (Travis Head), বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা রীতিমতো সংশয়ে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে জেরাল্ড কোয়েটজির শর্ট বল হাতে আঘাত করে, তা থেকেই চিড় ধরেছে।

৯ রানে ব্যাট করছিলেন হেড, তখন পর্যন্ত আট বল খেলেছেন। কোয়েটজির বল তাঁর গ্লাভসে লাগে। মেডিক্যাল স্টাফরা এসে শুশ্রুষা করার পর ব্যাট করা শুরু করেন। কিন্তু মাত্র তিনটে বল খেলার পরেই প্রবল যন্ত্রণা অনুভব করেন তিনি। বাধ্য হয়ে মাঠ ছাড়েন। হেডকে হাসপাতালে পাঠানো এক্স-রে করার জন্য। এরপর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald) জানিয়ে দেন, চিড় ধরা পড়েছে।

আরও পড়ুন: সমস্যায় জর্জরিত ম্যান ইউয়ের কঠিন পরীক্ষা, আজ নামছে ম্যান সিটি, লিভারপুলও

চোট কতটা গুরুতর তা জানার জন্য শনিবার আরও স্ক্যান করা হবে। তারপরেই বোঝা যাবে সুস্থ হয়ে মাঠে কবে ফিরতে পারবেন তিনি। শুক্রবারের ম্যাচের একেবারে শেষে অবশ্য হেড মাঠে নেমেছিলেন কিন্তু তাঁর হাতে মেডিক্যাল টেপ জড়ানো ছিল। ম্যাচের পরে ম্যাকডোনাল্ড বলেন, “এই মুহূর্তে চিড় নিশ্চিত, কতদিনের মামলা তা এখনও নিশ্চিত নয় তাই প্রার্থনা চলছে, কারণ বিশ্বকাপ সামনেই।”

অজি কোচ আরও বলেন, “আমি চিকিৎসার লোক নই। তর্জনীর কিছুটা উপরে চিড় ধরেছে, আমার ঠিক সঠিক টার্ম জানা নেই। কোনও একটা জয়েন্টে লেগেছে, আমি মেডিক্যালি বিশদে বলতে পারব না তবে চিড় ধরেছে নিশ্চিত। কাল আবার স্ক্যান করা হবে এবং পরিস্থিতি বিচার করে দেখা হবে।”

এদিন প্রথমে ব্যাট করে ৪১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে গিয়ে ২২ রানে ২ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। নিজস্ব আগ্রাসী ছন্দে শুরু করেন হেড কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। ২৫২ রানে অজিদের ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ব্যাট করতে আসেননি হেড ফলে অল আউট হয়ে যায় তাঁর দল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments