কলকাতা: ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। ব্র্যাডম্যানের দেশে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সিরিজের প্রথম ম্যাচের ১৩ জনের দল এখনই ঘোষণা করে দিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। প্রথম টেস্ট পার্থে, যেখানে পেস-বাউন্স ভরা উইকেট থাকবে বলে আশা করা হচ্ছে, সেই কথা মাথায় রেখেই দল গড়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড সমৃদ্ধ পেস ত্রয়ী তো আছেই, সঙ্গে নেওয়া হয়েছে স্কট বোল্যান্ডকে। দীর্ঘ টেস্ট সিরিজে পেস বোলারদের টানা খেলানো হলে চোট আঘাতের সম্ভাবনা বাড়ে, আঘাত না পেলেও বোলিংয়ের ধার কমে যায়। এর আগের বার ভারতের বিরুদ্ধে এই ভুলের খেসারত দিতে হয়েছিল অজিদের। কামিন্সরা এবার কী করেন সেটাই দেখার।
আরও পড়ুন: ওড়িশার মাঠে আজ মোহনবাগানের কঠিন লড়াই
SQUAD 🤩 The Border-Gavaskar Trophy is almost upon our men’s national team, with 13 of our very best ready and raring to face India in Perth later this month #AUSvIND pic.twitter.com/QbRVJNmllw
— Cricket Australia (@CricketAus) November 9, 2024
ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর কিছুদিন ব্যাটিং ওপেন করেছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। এই সিরিজে ফের পছন্দের চার নম্বর পোজিশনে ফিরে যাবেন তিনি। কারণ দলে সুযোগ পেয়েছেন নাথান ম্যাকসুইনি। ২৫ বছরের ক্রিকেটার প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। আশা করা যায়, উসমান খোয়াজার সঙ্গে অজি ইনিংসের শুরুয়াত তিনিই করবেন।
১৩ জনের দলে নাম রয়েছে সাদা বলের ক্রিকেটে নিয়মিত জশ ইঙ্গলিস। তবে প্রথম এগারোয় তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। উইকেটকিপার ব্যাটার হিসেবে অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ অ্যালেক্স ক্যারি। তিনি ব্যর্থ হলে তবেই ইঙ্গলিসের সুযোগ আসবে।
অস্ট্রেলিয়ার ১৩ জনের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি এবং মিচেল স্টার্ক।
দেখুন অন্য খবর: