skip to content
Friday, January 17, 2025
HomeScrollফের মাথাব্যথা হেড, ভারতকে টপকে গেল অস্ট্রেলিয়া
Border-Gavaskar Trophy

ফের মাথাব্যথা হেড, ভারতকে টপকে গেল অস্ট্রেলিয়া

হাফ সেঞ্চুরি করলেন মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড

Follow Us :

কলকাতা: ভারতের (India) রান টপকে গেল অস্ট্রেলিয়া (Australia)। হাফ সেঞ্চুরি করলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) এবং ট্রাভিস হেড (Travis Head)। দীর্ঘদিন পর রানের মুখ দেখলেন তিনি। তবে তিন অঙ্কে পৌঁছতে পারলেন না অজি ব্যাটার। ৬৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। তবে হেড অপরাজিত রয়েছেন ৫৩ রানে। লাঞ্চের সময় চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করল ১৯১, অর্থাৎ ১১ রানে এগিয়ে আছে তারা।

দ্বিতীয় দিনের প্রথম সেশন, বিশেষ করে প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ ছিল। দ্রুত গোটা দুয়েক উইকেটের প্রয়োজন ছিল। জসপ্রীত বুমরা নাথান ম্যাকসুইনিকে তুলে নিয়ে শুরুটা ভালোই করলেন। স্টিভ স্মিথকেও মাত্র দুই রানে ফেরালেন তিনি। অস্ট্রেলিয়া তখন ১০৩/৩, ভারত ম্যাচে ফেরার ছোট্ট সুযোগ পেয়েছে। কিন্তু লাবুশেন-হেড জুটি অন্তরায় হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: স্টার্কের ৫ উইকেট, যশস্বীর স্লেজিং কি চাগিয়ে দিল?

ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপের ফাইনালে যিনি সবথেকে যন্ত্রণা দিয়েছিলেন, সেই হেড আবার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন। লাবুশেন ৬৪ করেছেন ১২৬ বলে কিন্তু হেডের ৫৩ রান এসেছে ৬৭ বলে। চারটে চার এবং দুটি ছয় মেরেছেন তিনি। অর্থাৎ গুটিয়ে থেকে ব্যাট করবেন না তিনি। এই ধরনের ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে থাকলেই প্রতিপক্ষের থেকে দ্রুত ম্যাচ নিয়ে চলে যান।

লাঞ্চের পরে হেডকে ফেরানোই প্রধান লক্ষ্য থাকবে রোহিত শর্মাদের। আবারও বুমরাকেই দায়িত্ব নিতে হবে। এই সিরিজে ইতিমধ্যেই ১১ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। পাঁচ টেস্টের সিরিজে তিনি কোথায় গিয়ে থামেন সেটাই দেখার।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular