আমেদাবাদ: আর কয়েক মুহূর্ত পরেই শুরু হবে জমজমাট মহাযুদ্ধ। এর আগে কোন দল কী করেছে, কে কত রান করেছেন, উইকেট নিয়েছেন তা কেউ মনে রাখবে না যদি আজ ফাইনালে ভারত না জিততে পারে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) যে পিচে ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে ছিল সেখানেই হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। পিচ রিপোর্ট বলছে, ভালো রকম স্পিন করবে। সে কারণেই প্রথম একাদশ নিয়ে আগ্রহ ছিল। আগ্রহ ছিল টস নিয়েও, টসে হারলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্যাট কামিন্স বোলিং নিলেন।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ মহম্মদ সিরাজের (Mohammad Siraj) জায়গায় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই একই দল থাকল। ভারত উইনিং কম্বিনেশন ভাঙল না। ভারতের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে সেদিন তিন স্পিনার খেলেছিলেন। অশ্বিন খুবই ভালো বল করেছিলেন। কিন্তু সেই সমীকরণে গেল না টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ফাইনালের আগেই অনন্য রেকর্ড ভারত অধিনায়কের
#CWC23 Final preparations 👌🏆#INDvAUS pic.twitter.com/uIAlxVuEBE
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
শুক্রবারের ঐচ্ছিক অনুশীলন ছিল। প্রথম এগারোর তিনজন এসেছিলেন— রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। এছাড়া আরও তিনজন অশ্বিন, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিষাণ। জাদেজা এবং অশ্বিনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে, অশ্বিন নেটে অনেকক্ষণ বল করেন। অজিরা পেস ভালো খেলে কিন্তু স্পিনে কাঁচা সেটা চেন্নাইতেই দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালেও ধরা পড়েছে। তবু দুই স্পিনারই খেলানো হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতোই না আক্ষেপ করতে হয়!
ফাইনালে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ শামি।