কলকাতা: ১১ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় শরীরের নীচের অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল তাঁর। তবু হার মানেননি অবনী লেখারা (Avani Lekhara)। প্রমাণ করে দিয়েছেন, এভাবেও ফিরে আসা যায়। টোকিও প্যারালিম্পিক্সে সোনা এবং ব্রোঞ্জ জিতেছিলেন। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও (Paris Paralympics 2024) সোনা জিতলেন বিশেষভাবে সক্ষম এই শুটার।
প্যারিসে সোনা জেতার সঙ্গেই চারটি রেকর্ডের অধিকারী হয়েছেন অবনী।
১) প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনটি প্যারালিম্পিক্স পদক জিতলেন তিনি। অভিনব বিন্দ্রাকে দেখে অনুপ্রাণিত অবনী টোকিওয় একটি সোনা এবং একটি ব্রোঞ্জ জিতেছিলেন। প্যারিসে ফের সোনা জিতলেন। দুটি সোনা ছিল ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ ইভেন্টে এবং ব্রোঞ্জ জেতেন ৫০ মিটার রাইফেল ৩পি এসএইচ১ ইভেন্টে।
আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, মোহনবাগানের লক্ষ্য ১৮তম ট্রফি
২) প্যারিসে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি প্যারালিম্পিক্স সোনা জয়ের রেকর্ড করেছেন অবনী। টোকিওতে ২৪৯.০৬ পয়েন্ট স্কোর করে শীর্ষস্থান দখল করেন। প্যারিস প্যারালিম্পিক্সে পয়েন্ট বাড়ল ০.০১।
৩) নিজেরই রেকর্ড ভেঙেছেন অবনী। টোকিওতে তাঁর ২৪৯.০৬ ছিল প্যারালিম্পিক্সের আসরে বিশ্বরেকর্ড। তা ভেঙে সামান্য এগোলেন তিনি।
৪) মেয়েদের মধ্যে প্রথম, তবে প্যারালিম্পিক্সের আসরে দ্বিতীয় ভারতীয় হিসেবে দুটি সোনা জিতেছেন অবনী। তাঁর আগে এই কীর্তি করেছেন প্যারা জ্যাভেলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া। ২০০৪-এর এথেন্স এবং ২০১৬ সালের রিও প্যারালিম্পিক্সে সোনা জেতেন তিনি।
দেখুন অন্য খবর: