কলকাতা: লোক হাসানোর কাজটা ইদানীং পাকিস্তানি ক্রিকেটাররা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভরাডুবি হয়েছে বাবর আজমদের (Babar Azam)। গ্রুপ পর্যায় থেকে বিদায় নেওয়ার পর এবার ঘরে ফেরার পালা তাঁদের। পাক দলের বিমানের করাচি পৌঁছনোর কথা ১৯ জুন। কিন্তু সেই বিমানে গোটা দল থাকবে না। জানা গেল, অধিনায়ক বাবর এবং আরও পাঁচ ক্রিকেটার লন্ডনে (London) ছুটি কাটাতে যাবেন।
প্রথমে ক্রিকেটের জগতে সদ্যোজাত আমেরিকার কাছে লজ্জার হার, তারপর চির-প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জেতার জায়গা থেকে ম্যাচ খোয়ানো— পাকিস্তান এবার ব্যর্থতার নতুন নজির গড়েছে। সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা ক্ষোভে, দুঃখে ফেটে পড়েছেন। ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি বলে দিয়েছেন, গোটা দলটাকেই বদলানো উচিত। কেউ কেউ বলেছেন, পাকিস্তানের মিডল অর্ডার আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্যই নয়। সমালোচনার এই লাভাস্রোতের পরেও ভ্রুক্ষেপ নেই বাবরদের।
আরও পড়ুন: বার্বাডোজের সৈকতে ভলিবলে মাতলেন কোহলিরা
বাবর ছাড়াও মহম্মদ আমির, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ এবং আজম খান দেশে ফিরবেন না, পরিবার নিয়ে ছুটি কাটাবেন লন্ডনে। কারও কারও ইংল্যান্ডের স্থানীয় ছোটখাটো ক্রিকেট লিগে খেলার কথা রয়েছে। একই সঙ্গে জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের সামনেই কোনও ক্রীড়াসূচি না থাকায় দেশে ফিরবেন হেড কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten) এবং সহকারী কোচ আজহার মেহমুদ।
এদিকে পাক অধিনায়ক জানিয়েছেন, নেতৃত্ব ছাড়লে তিনি তা প্রকাশ্যে জানিয়ে দেবেন। তিনি বলেছেন, “আমি যখন ২০২৩ সালে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমার অধিনায়কত্ব করা উচিত হচ্ছে না। সেই কারণেই আমি নিজে ঘোষণা করেছিলাম। এরপর যখন আমায় দায়িত্ব ফিরিয়ে দেওয়া হল, সেটা পিসিবির সিদ্ধান্ত ছিল। যদি নেতৃত্ব ছাড়তেই হয় আমি খোলাখুলি জানিয়ে দেব, কোনও লুকোছাপা করব না।”
দেখুন অন্য খবর: