কলকাতা: ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) শেষ দুই মরসুমের সর্বোচ্চ গোলদাতা এর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যাঞ্চেস্টার সিটির (Man City) এই স্ট্রাইকার এবারও যেন সোনার বুটকে পাখির চোখ করে লিগ অভিযান শুরু করেছেন। এ মরসুমের প্রথম ম্যাচে একটি গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ইপসউইচের বিরুদ্ধে হ্যাটট্রিক। শনিবার রাতে ওয়েস্ট হ্যামের মতো শক্তপোক্ত দলের বিরুদ্ধেও হ্যাটট্রিক দাগলেন হালান্ড। ম্যান সিটির পক্ষে খেলার ফলাফল ৩-১।
২০২২-২৩ মরসুমে প্রিমিয়ার লিগে ৩৫ গোল করে রেকর্ড গড়েছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। এবার তিন ম্যাচে সাত গোল করে ফেললেন। এই তাণ্ডব চলতে থাকলে নিজের রেকর্ডই ভেঙে তছনছ করবেন তিনি। একই সঙ্গে ম্যান সিটিকে রোখা মুশকিল হয়ে পড়বে।
আরও পড়ুন: ডুরান্ডে ‘সাবালক’ হতে পারল না মোহনবাগান, চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট
পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দলকে লিগ জেতার ব্যাপারে শেষ দুই মরসুমে সবথেকে বেশি বেগ দিয়েছে আর্সেনাল (Arsenal)। শনিবারের প্রথম ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে ড্র করল তারা। গত সপ্তাহে ম্যান ইউকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ব্রাইটন। তবে মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনালকে তারা রুখে দেবে কেউ ভাবেনি।
৩৮ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে এগিয়ে যায় উত্তর লন্ডনের ক্লাব। বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধে। মাত্র ৪৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার ডেকলান রাইসকে। তার ৯ মিনিটের মধ্যে গোল শোধ করে ব্রাইটন। ১০ জনের আর্সেনালের পক্ষে জয়ের গোল করা সম্ভব হয়নি।
দেখুন অন্য খবর: