চট্টগ্রাম: ঢাকায় হার হয়েছিল বটে, কিন্তু চট্টগ্রামে যা হল তা ভরাডুবি। দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে এক ইনিংস এবং ২৭৩ রানের পাহাড়প্রমাণ ব্যবধানে হারল বাংলাদেশ (Bangladesh)। দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কাগিসো রাবাডার পেস এবং দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজ এবং সেনুরান মুথুস্বামীর স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং।
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। তাঁর দলের তিনজন সেঞ্চুরি করেন। টোনি জি জর্জি ১৭৭, ট্রিস্টান স্টাবস ১০৬ এবং উইয়ান মুল্ডার ১০৫ করেন। হাফ সেঞ্চুরি করেন ডেভিড বেডিংহ্যাম। ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করার পর ডিক্লেয়ার করে দেয় দঃ আফ্রিকা।
আরও পড়ুন: সিরিজ হারের দায় শুধু ব্যাটারদের নয়: গম্ভীর
South Africa seal the series 2-0 with a record win in Chattogram against Bangladesh 👏#WTC25 | #BANvSA 📝: https://t.co/C5XNFRbEJ3 pic.twitter.com/FobA13NI8t
— ICC (@ICC) October 31, 2024
বাংলাদেশ ওখানেই হেরে গিয়েছিল। শুধু দেখার ছিল, টাইগাররা কতটা লড়াই দিতে পারে। লড়াই তো দূর প্রোটিয়া বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন তাঁরা। না পেস না স্পিন, কোনওটার সামনেই দাঁড়াতে পারলেন না। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন রাবাডা। মিরপুর টেস্টেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে মহারাজ পাঁচ এবং মুথুস্বামী চার উইকেট নেন। প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৫৯ এবং ১৪৩ রানে অল আউট হল বাংলাদেশ।
বাংলাদেশে ২-০ সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বাড়াল দঃ আফ্রিকা। এরপর আরও চারটি টেস্ট খেলবেন মার্করামরা, দুটি শ্রীলঙ্কা এবং দুটি পাকিস্তানের বিরুদ্ধে। এই চারটি ম্যাচই ঘরের মাঠে কাজেই অঘটন না হলে চারটিই জিতবে দক্ষিণ আফ্রিকা।
দেখুন অন্য খবর: