কলকাতা: রাওয়ালপিন্ডির মাঠে আজ পাহাড় চড়তে হবে বাংলাদেশকে (Bangladesh)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টসে জিতে ব্যাট নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)। ১৬ রানে ৩ উইকেট ফেলে দিয়েছিলেন তাঁরা, তার উপর শূন্য রানে প্যাভিলিয়নে বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের চতুর্থ উইকেট পড়ে ১১৪ রানে।
সম্ভাব্য ব্যাটিং বিপর্যয়ের দিকে যখন সবাই তাকিয়ে, পাল্টা লড়াই দেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং সৌদ শাকিল (Saud Shakeel)। রিজওয়ান করেন ২৩৯ বলে ১৭১, এবং শাকিল ২৬১ বলে ১৪১। এই ইনিংসের পর রিজওয়ানের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। উইকেটকিপার-ব্যাটারকে ‘অপ্রতিরোধ্য শক্তি’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, সূচি দিল বিসিসিআই
শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৪৮ রানে ডিক্লেয়ার দিয়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। তবে আজ কার্যত শূন্য থেকে শুরু করতে হবে দুই ওপেনারকে রাওয়ালপিন্ডিতে সকালের প্রথম ঘণ্টায় সুইং পাবেন শাহিন আফ্রিদি, নাসিম শাহরা। লক্ষ্য অনেক দূর, অন্তত ৪০০-র কাছে রান করতে না পারলে এ ম্যাচ থেকে জয় তো দূর ড্র আদায় করাও অসম্ভব হয়ে পড়বে।