চেন্নাই: মাত্র ২৬ রানে তিন উইকেট পড়ে গেল বাংলাদেশের (Bangladesh)। ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শাদমান ইসলাম। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বল সিমে পড়ে শাদমানের ভিতরে ঢোকে যা বুঝতেই পারেননি তিনি। জাজমেন্ট দিয়ে তিনি দেখেন বল অফস্টাম্পের মাথা ছুঁয়ে নিয়েছে।
মহম্মদ সিরাজও (Mohammad Siraj) অন্য দিক থেকে বাংলাদেশি ব্যাটারদের সমস্যায় ফেলছিলেন। তাঁর বলে এলবিডব্লুর জোরালো আবেদন নাকচ করেন আম্পায়ার। রোহিত শর্মা (Rohit Sharma) রিভিউ নেননি, নিলে তখনই দ্বিতীয় উইকেট এসে যেত। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথম বোলিং চেঞ্জ হিসেবে এসে জোড়া উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)।
আরও পড়ুন: শতরান হল না জাদেজার, ভারত থামল ৩৭৬ রানে
What a sight for a fast bowler!
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here 👇👇#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
— BCCI (@BCCI) September 20, 2024
বাংলার পেসার জাকির হাসান এবং মোমিনুল হককে বোল্ড করেন। এর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ হয়। বাংলাদেশের হয়ে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। ভারতের থেকে এই মুহূর্তে ঠিক ৩৫০ রানে পিছিয়ে তাঁরা।
এদিকে আজ সকালে ৩৭৬ রানে থামল ভারত। রবিচন্দ্রন অশ্বিন শেষ পর্যন্ত ১৩৩ বলে ১১৩ করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার, দুটি ছয়। তাসকিন আহমেদকে তুলে মারতে গিয়েই ক্যাচ আউট হলেন তিনি। তবে রবীন্দ্র জাদেজা শতরান করতে পারলেন না, গতকালের ৮৬ রানেই আউট হয়ে গেলেন। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
দেখুন অন্য খবর: