
হিউস্টন: লজ্জায় ডুবল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। আমেরিকার (USA) কাছে টি২০ ম্যাচ হারল তারা। কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই, পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান করেন সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। পাঁচ উইকেট হারিয়ে সেই রান তুলে দেয় বিশ্ব ক্রিকেটে সদ্যোজাত শিশু আমেরিকা। প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন (Correy Anderson) এবং ভারতের হয়ে দু’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হরমিত সিংয়ের (Harmeet Singh) ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় আমেরিকা। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির (ICC) পূর্ণ সদস্যের দেশকে হারাল মার্কিন মুলুক।
আরও পড়ুন: হায়দরাবাদকে দুরমুশ করে আইপিএলের ফাইনালে KKR
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (Monank Patel)। পিচ ঠিক ব্যাটিং স্বর্গ ছিল না। সৌম্য সরকার (১৩ বলে ২০) হাত খোলার চেষ্টা করলেও আটকে যাচ্ছিলেন লিটন দাস (১৫ বলে ১৪)। বাংলাদেশের রান দেড়শো পেরনোর কৃতিত্ব মূলত দু’জনের, তৌহিদ হৃদয় (৪৭ বলে ৫৮) এবং মাহমুদউল্লা (২২ বলে ৩১)। আমেরিকার বোলারদের মধ্যে সবথেকে সফল স্টিভেন টেলর। তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
What a win! USA win the first T20i by 5 wickets! ?
Stay tuned for the next match on May 23rd! ?#USAvBAN #WeAreUSACricket ?? pic.twitter.com/qNXcOhjo6u
— USA Cricket (@usacricket) May 21, 2024
ব্যাট করতে নেমে চাপে পড়ে মার্কিন ব্যাটাররাও। অধিনায়ক প্যাটেল ১০ বলে ১২ করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে অ্যান্ড্রিস গাস ১৮ বলে ২৩ করেন। তবে ম্যাচ জয়ের কাণ্ডারি অ্যান্ডারসন এবং হরমিত। প্রথমজন ২৫ বলে অপরাজিত ৩৪ করেন, দ্বিতীয়জন দুটি চার, তিনটি ছয় সহ ১৩ বলে ৩৩ করে ম্যাচ জিতে নেন। হরমিত সিংকেই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।
দেখুন অন্য খবর: