কলকাতা: মঙ্গলবার ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) এক স্মরণীয় রাত। ঘরের মাঠে এসি মিলানের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং লিসবনের কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। আবার বায়ার লেভারকুসেনকে ৪-০ ফলে চূর্ণ করেছে লিভারপুল। বুধবার রাতেও (ভারতীয় সময়ে বৃহস্পতিবার) রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের আরও কয়েকটি আকর্ষক খেলা। মাঠে নামবে আর্সেনাল, অ্যাস্টন ভিলা, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বড় দল।
এই মুহূর্তে গ্রুপ ফেজের শীর্ষে আছে লিভারপুল (Liverpool FC)। আজ জিতে তাদের সমান পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে অ্যাস্টন ভিলার (Aston Villa)। তবে শীর্ষস্থান ফিরে পেতে ক্লাব ব্রাগকে চার গোলের ব্যবধানে হারাতে হবে উনাই এমেরির দলকে।
আরও পড়ুন: IPL নিলামে অ্যান্ডারসন! দেখে নিন পাঁচ অবাক করা নাম
লিগে পর্যায়ে নিজেদের উপরে তোলার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা (FC Barcelona) এবং বায়ার্নও (Bayern Munich)। হান্সি ফ্লিকের হাতে পড়ে বদলে যাওয়া বার্সার প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড। এ মরসুমে ততটা বিধ্বংসী দেখাচ্ছে না বায়ার্নকে, তারা আজ বেনফিকার মুখোমুখি।
এদিন জমে উঠবে পিএসজি বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচ। দুটি দল সমমানের, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। তবে বুধবার রাতে সবথেকে বেশি নজর থাকবে ইন্টার মিলান বনাম আর্সেনাল ম্যাচে। প্রিমিয়ার লিগে গত শনিবার নিউকাসলের কাছে হেরেছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতা চাইবেন দ্রুত জয়ের রাস্তায় ফিরতে।
দেখুন অন্য খবর: