কলকাতা: উ বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে শুক্রবার) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ম্যাচে নজর ছিল। তিনটিই যথেষ্ট উপভোগ্য হয়েছে।
নতুন স্টেডিয়ামে আর্সেনালকে স্বাগত জানিয়েছিল আটালান্টা। জিয়ান পিয়ের গ্যাসপেরিনির দলের ম্যাচটা জেতা উচিত ছিল। আর্সেনাল যে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পেল তার একমাত্র কৃতিত্ব গোলকিপার দাভিদ রায়ার। পেনাল্টি থেকে জোড়া সেভ করলেন, দ্বিতীয়টি তো অবিশ্বাস্য।
আরও পড়ুন: ভেঙে ফেলা হবে ‘থিয়েটার অফ ড্রিমস’ ওল্ড ট্রাফোর্ড!
মোনাকোর ম্যাচের ১০ মিনিটে দশজন হয়ে যায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া যার জন্য দায়ী মূলত বার্সা অধিনায়ক টের স্টেগেন। ১৬ মিনিটে প্রথম গোল হজম করে তারা। ২৮ মিনিটে ঝলসে ওঠে লামিনে ইয়ামালের বাঁ-পা। ১৭ বছরের তরুণ বক্সের বাইরে থেকে শট জাল কাঁপিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন কেন তাঁকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু ইয়ামালও শেষরক্ষা করতে পারেননি। ৭১ মিনিটে মোনাকোর হয়ে জয়সূচক গোল করেন জর্জ লেনিখেনা। নতুন মরসুমে প্রথম হার হল হ্যান্সি ফ্লিকের বার্সার।
😁#UCL pic.twitter.com/pGNmtieCkd
— UEFA Champions League (@ChampionsLeague) September 19, 2024
আর এক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় পেল। এই জয়ের নায়ক তাদের বহু যুদ্ধের নায়ক আন্তোইন গ্রিজমান। ওয়ান্ডা মেট্রোপলিটানোয় চার মিনিটের মধ্যে লাইপজিগকে এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো। ২৮ মিনিটে দারুণ ভলি মেরে সমতা ফেরান গ্রিজমান। খেলার একেবারে শেষ লগ্নে বক্সের বাইরে থেকে দুরন্ত ক্রস ভাসান তিনি, সেই বলে মাথা ছুঁয়ে গোল করেন হোসে খিমেনেজ।
দেখুন অন্য খবর: