কলকাতা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) সবে শুরু হয়েছে, এখন গ্রুপ ফেজ চলছে। ফাইনাল আগামী বছরের মে মাসে। তবে একটা কথা এখনই বলে দেওয়া যায়, টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট বার্সেলোনা (FC Barcelona)। গত মরসুমে যে দলটা খোঁড়াচ্ছিল, হান্সি ফ্লিকের হাতে পড়ে সেটাই ঘোড়ার মতো দৌড়চ্ছে। প্রতিপক্ষ যাকেই সামনে পাচ্ছে, তাকেই চূর্ণ করছে। বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ হারাল বার্সা।
রিয়াল মাদ্রিদকে যারা সান্তিয়াগো বার্নাবেউতে চার গোল পুরে দেয়, বেলগ্রেড তাদের কাছে খুব একটা সমস্যা হবে না জানাই ছিল। জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি। একটি করে ইনিগো মার্তিনেজ, রাফিনহা এবং ফারমিন লোপেজ। বেল গ্রেডের হয়ে দুটি গোল সিলাস কাটোম্পা এমভুম্পা এবং মিলসনের।
আরও পড়ুন: IPL নিলামে অ্যান্ডারসন! দেখে নিন পাঁচ অবাক করা নাম
বার্সেলোনার ভালো সময়ের পাশাপাশি ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের (Arsenal) খারাপ সময় চলছে। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউকাসলের বিরুদ্ধে ১-০ হেরেছিল মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের (Inter Milan) সঙ্গেও একই ফল হল। প্রথমার্ধের শেষ লগ্নে পেনাল্টি থেকে ইতালির ক্লাবের হয়ে গোলটি করলেন হাকান চালানোগলু। সেই গোল আর শোধ করতে পারেনি আর্সেনাল। আর্তেতা খানিকটা ভাগ্যকে দোষ দিতে পারেন। তাঁর দল সবক্ষেত্রেই এগিয়ে ছিল। বলের দখল, পাসিং, গোলে শট সবকিছুতেই, শুধু গোলটা আসেনি।
বেনফিকার বিরুদ্ধে বায়ার্ন মিউনিখেরও আর্সেনালের মতো হতে পারত। হ্যারি কেনের পাস থেকে জামাল মুসিয়ালার গোলে শেষরক্ষা হয়েছে। তবে ৭৪ শতাংশ বলের দখল রেখে, ২৪টি শট মেরে এক গোল খুব ভালো ফল নয়, তা বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি জানেন। অন্য ম্যাচে পিএসজিকে ঘরের মাঠে ২-১ হারিয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।