কলকাতা: গোলের বন্যা বইয়ে চলেছেন হ্যারি কেন (Harry Kane)। ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচে জোড়া গোল করলেন, তারপর বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে বুন্দেশলিগায় হ্যাটট্রিক। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে একাই চার গোল দিলেন ইংলিশ স্ট্রাইকার। ডায়নামো জাগ্রেবের বিরুদ্ধে বায়ার্ন জিতল ৯-২ ফলাফলে। ক্রোয়েশিয়ার ক্লাবকে নিয়ে ছেলেখেলা করল জার্মান দৈত্যরা।
১৯ মিনিটে পেনাল্টি স্পট থেকে ১-০ করেন কেন। ৩৩ এবং ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান যথাক্রমে রাফায়েল গুয়েরেরো এবং মাইকেল ওলিসে। এদিন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেওয়া ওলিসে। অভিষেকেই গোল পেলেন তিনি।
আরও পড়ুন: কারাবাও কাপে ৭ গোল দিল ম্যান ইউ!
𝑶𝑵𝑬 𝑭𝑶𝑹 𝑻𝑯𝑬 𝑹𝑬𝑪𝑶𝑹𝑫 𝑩𝑶𝑶𝑲𝑺 ✍️✨
First team to score 9️⃣ goals in a #UCL match.
⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️ #MiaSanMia #FCBDIN #UCL pic.twitter.com/FkZT87ZesL
— FC Bayern (@FCBayernEN) September 17, 2024
দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল শোধ করে ডায়নামো। আলিয়াঞ্জ এরিনায় (Allianz Arena) উপস্থিত তাদের অল্পকিছু সমর্থকের মনে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু দ্রুত সেই আশায় জল ঢেলে দেন কেনরা। ৫৭ মিনিটে ওপেন প্লে থেকে ৪-২ করেন তিনি। তার মিনিট পাঁচেকের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন ওলিসে। এরপর ৭৩ ও ৭৮ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করেন কেন।
এ ম্যাচের তিনটি পেনাল্টির সব ক’টিই একই দিকে মেরেছিলেন কেন। কিন্তু কোনটাতেই ডায়নামোর গোলকিপার হাত ছোঁয়াতে পারেননি। এরপর ৮৫ ও ৯০+২ মিনিটে ব্যবধান আরও বাড়ান যথাক্রমে লিরয় সানে এবং লিয়ন গোরেতজকা। প্রতিপক্ষকে এদিন দাঁড়াতেই দেয়নি বায়ার্ন মিউনিখ।
দেখুন অন্য খবর: