কলকাতা: ধামাকা দিয়ে শুরু করলেন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) নতুন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি (Vincent Kompany)। তাঁর অধীনে প্রাক-মরসুম প্রস্তুতি ম্যাচে ১৪-১ জিতল বায়ার্ন। একেবারেই তরুণ, আনকোরাদের নিয়ে দল গঠন করেছিলেন কোম্পানি। সেই দলই এফসি রোটাখ-এগের্নকে গোলের মালা পরাল। হ্যাটট্রিক করলেন ম্যাথিস তেল (Matthys Tel)।
শুরুর ২৪ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি বায়ার্ন। ২৫ মিনিটে প্রথম গোল এবং তারপরেই লকগেট খুলে যায় এবং প্রতিপক্ষের জালে বন্যার মতো গোল ঢুকতে থাকে। ২৫, ২৬, ২৭ এবং ২৮ মিনিটে পরপর গোল হয়। প্রথম দুই গোল আদিনা লিসিনার। লিসিনা এবং তেল ছাড়াও গোল করেছেন মারাজুয়ি, গুয়েরেরো, ইব্রাহিমোভিচ, সাদাত, ইরানকুন্ডা, বোয়ে, জেনসেন এবং এনকিলি।
আরও পড়ুন: শরত কমলের সামনে কোজুল, হার্সির মুখোমুখি মনিকা
বিশাল ব্যবধানে জিতে উচ্ছ্বসিত কোম্পানি। তিনি বলেন, “ফ্যানদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। ভালো করে প্রস্তুতি নিতে এবং তরুণ খেলোয়াড়দের দেখে নিতে গত তিনদিন যতটা সম্ভব পরিশ্রম করেছি আমরা। তাদের ভালো খেলতে দেখে আমি খুশি। ছেলেরা প্রত্যেক বলের জন্য লড়াই করেছে এবং খেলায় ইতিবাচক থেকেছে। এর থেকে বেশি কিছু করা যায় না। এবার পরের ম্যাচের দিকে নজর।”