কলকাতা: পাকিস্তান সফরে (Pakistan Tour) যাবে বাংলাদেশের ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। তার আগে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা চাইছেন সে দেশের মুখ্য নির্বাচক গাজি আশরাফ হোসেন (Gazi Ashraf Hossain)। গত কয়েক সপ্তাহে তুমুল আন্দোলনের জেরে ওপার বাংলায় অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেই আবহে সাকিবের নিরাপত্তায় জোর দিতে চেয়েছেন হোসেন। তিনি স্বীকার করেছেন, সাকিব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তবে দল নির্বাচন হয়েছে দক্ষতা অনুযায়ীই।
আরও পড়ুন: ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল
ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতন ঘটেছে বাংলাদেশে। প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামি লিগের বহু নেতাও দেশত্যাগ করেছেন, অনেকের খবর অজানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি নাজমুল হাসান পাপনেরও (Nazmul Hasan Papon) কোনও হদিশ নেই।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে নির্বাচক প্রধান হোসেন জানান, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে প্রতিভার বিচারে অবশ্যই থাকার যোগ্য সাকিব। যতদিন তিনি খেলবেন ততদিন তাঁকে বিবেচনা করা হবে। নিরাপত্তা নিয়ে হোসেন বলেন, অনুশীলনে প্রত্যেক খেলোয়াড় এবং আধিকারিকদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কারণ সাকিব একজন সেরা খেলোয়াড়। নির্বাচন করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাবতে হয়েছে, কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তাঁকে দলে নেওয়া হয়েছে প্রতিভার ভিত্তিতে।
দেখুন অন্য খবর: