কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নেতৃত্বে ১৫ জনের এই স্কোয়াডে সিনিয়র হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং সঞ্জু স্যামসন। এ বছর আইপিলে (IPL 2024) এক্সপ্রেস গতিতে বল করে চমকে দেওয়া ময়াঙ্ক যাদব (Mayank Yadav) সুযোগ পেয়েছেন। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে কেকেআরের (KKR) মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর।
ফের সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাও। তবে প্রথম এগারোয় তাঁর খেলার সম্ভাবনা কম কারণ সঞ্জু স্যামসন রয়েছেন। এই সিরিজে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে কেকেআর পেসার হর্ষিত রানার। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ায় পেস বিভাগের নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং।
আরও পড়ুন: পামারের অনন্য নজির, ফের ড্র করল ম্যান সিটি
NEWS 🚨 – #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
More details here – https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
— BCCI (@BCCI) September 28, 2024
পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির অভিষেক হওয়া কঠিন। কারণ এই ক্যাটাগরির হার্দিক পান্ডিয়া তো আছেনই, আছেন শিবম দুবেও। ব্যাটিং লাইন আপে নিজেদের জায়গা পাকা করার সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, রিঙ্কু সিং এবং রিয়ান পরাগ। স্পিনার হিসেবে বরুণ ছাড়াও আছেন ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোই।
বাংলাদেশ সিরিজে ভারতের ১৫ জনের দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদব।
দেখুন অন্য খবর: