কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট মানেই লড়াই শুধু মাঠে নয়, তার আগে থেকে শুরু হয়ে যায় বাগযুদ্ধ। সিরিজ শুরুর আগেই উত্তেজক হয়ে ওঠে পরিবেশ। এবারও তার ব্যক্তিক্রম নয়। বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এবার মাঠে নামল খোদ বিসিসিআই (BCCI), তবে বিষয় অন্য।
ভারতীয় দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে, পার্থে চলছে অনুশীলন। গুঞ্জন উঠেছে, ভারত রুদ্ধদ্বার অনুশীলন করতে চেয়ে অনুরোধ করেছে। কোহলিরা (Virat Kohli) নাকি কোনও সমর্থক এমনকী সাংবাদিকদেরও অনুশীলন দেখতে দিচ্ছেন না। কিন্তু এই গুঞ্জন খারিজ করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের দাবি, রুদ্ধদ্বার অনুশীলন করার কোনওরকম অনুরোধ টিম ইন্ডিয়া করেনি।
আরও পড়ুন: মাঠে ফিরেই চার উইকেট, বাংলাকে উদ্ধার করলেন শামি
There’s bounce ☄️
There’s pace ⚡️
And there is the age-old rivalry 👌
Australia, we have arrived! 🙌WATCH 🎥🔽 – By @RajalArora | #TeamIndia | #AUSvINDhttps://t.co/a8LE2FIHtz
— BCCI (@BCCI) November 14, 2024
বিতর্কের সৃষ্টি হয়েছে একটি ইমেল নিয়ে। পার্থ স্টেডিয়ামে (Perth Stadium) কর্মরত নির্মাণকর্মীদের ইমেল পাঠিয়েছেন এডিসিও কনস্ট্রাকশন সংস্থার আধিকারিক অ্যাডাম সজিয়ের। তাতে কর্মীদের বলা হয়েছে, ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ওয়াকায় অনুশীলন করবে ভারত এবং ভারত এ। এই সময়ে কেউ যেন অনুশীলনের কোনও ছবি, ভিডিও না তোলে, কোনও ড্রোন যেন না ওড়ানো হয় এবং কেউ যেন মাঠে বসে অনুশীলন না দেখে।
কিন্তু বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যাবতীয় জল্পনার অবসান করে বিসিসিআই বিবৃতি দিয়ে জানাল, “ভারত এবং ভারত এ, কোনও দলই অন্তত আনুষ্ঠানিকভাবে এমন কোনও অনুরোধ করেনি। প্র্যাকটিস সেশন সবার জন্য উন্মুক্ত। ভারতীয় এবং অস্ট্রেলীয় সংবাদমাধ্যম যতক্ষণ খুশি দেখতে এবং কভার করতে পারে। কোনও রকম বিধিনিষেধ নেই।”