মুম্বই: প্রাক্তন ভারতীয় কোচ রবী শাস্ত্রী (Ravi Shastri) হোক বা বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) , বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ভারতীয় দলের পোস্টমর্টাম করেছেন। সকলের মুখেই শোনা গিয়েছে এক কথা, পুরাতনদের সঙ্গে নতুনদের মিলিয়ে দিয়ে দল গঠন করলেই সাফল্য আসবে। চেতশ্ব পুজারা, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো বড় ক্রিকেটারদের লাল বলের ক্রিকেট থেকে ছাটাই করা যায় কি না তা ভাবতে বলা হয়েছে বোর্ডকে। এবার সেই প্রসঙ্গকে আরও এক ধাপ উস্কে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডই। বিকল্প ক্রিকেটার তৈরি রাখার জন্য একটি শিবির তৈরি করছে তারা। শচীন-পুত্র অর্জুন তেন্দুলকর (Arjun Tendulkar) সহ ২০ জন তরুণ অলরাউন্ডারের নাম রাখা হয়েছে সেই তালিকায়।
ভারতীয় ক্রিকেট মহলের একাংশের ধারণা, ওভালের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের বিরুদ্ধে রোহিত শর্মাদের সর্বত্র নিন্দনীয়। সেই হার থেকে শিক্ষা নিয়েই পরবর্তী প্রজন্মকে তৈরি রাখতে চাইছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা। বিসিসিআইয়ের এক কর্তা বেসরকারি এক সংবাদ সংস্থা জানান, ‘যেহতু চলতি বছরের শেষে অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ রয়েছে। সেই জন্যই তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি দল তৈরি রাখা হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সেই সব তরুণ তুর্কিদের প্রশিক্ষণ দেবেন কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
আরও পড়ুন: Hima Das | চোটের জন্য এশিয়ান গেমস হাতছাড়া অসমকন্যার
শচীন পুত্র অর্জুনের পাশাপাশি যশস্বী জয়সওয়ালের মতো নতুন ক্রিকেটারদের দেখা যাবে সেই দলে। সূত্রের খবর, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফর্ম্যান্সের মাধ্যমেই তাঁদের বেছে নেওয়া হয়েছে। ২১ দিন তাঁরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন বলে জানা যাচ্ছে। তবে এই ২০ জনের মধ্যে সকলেই অলরাউন্ডার। প্রসঙ্গত, টেস্টের বিশ্বকাপে অলরাউন্ডারের সমস্যাতেই পড়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিনের মতো খেলোয়াড়ের দরকার ছিল ভারতের, যিনি দলের ভারসম্য সুন্দর ভাবে বজায় রাখতে পারবেন। হার্দিক পান্ডিয়া না খেলায় সেই খামতি নজরে আসে সকলের। তবে বিসিসিআই উঠে পড়ে লেগেছে তরুণ অলরাউন্ডার তৈরির কাজে। এখন দেখার বোর্ডের এই সিন্ধান্ত কতটা প্রভাব ফেলে ভারতীয় ক্রিকেট দলের উপর।