কলকাতা: ইউরো কাপের (UEFA Euro 2024) প্রথম অঘটন ঘটে গেল সোমবার রাতে। তারকা সমৃদ্ধ এবং শক্তিশালী বেলজিয়ামকে (Belgium) হারিয়ে দিল অনামী স্লোভাকিয়া (Slovakia)। খেলার মাত্র সাত মিনিটে বেলজিয়ান রক্ষণের ভুলে গোল করেন স্লোভাকিয়ার আইভান শ্রাঞ্জ। তা সত্ত্বেও কেউ আশা করেনি, রেড ডেভিলরা গোল করতে পারবে না। রোমেলু লুকাকু (Romelu Lukaku), কেভিন ডি ব্রুইনা (Kevin De Bruyne), জেরেমি ডোকু এবং লিয়ান্দ্রো ত্রোসার্ডকে নিয়ে গড়া বেলজিয়ামের আক্রমণ ভাগ যে কোনও রক্ষণ ধ্বংস করতে পারে, কিন্তু আজ দিনটা তাঁদের ছিল না।
আরও পড়ুন: জাতীয় দলের কোচ পদ থেকে ছাঁটাই ইগর স্তিমাচ
দিন ছিল না বলেই লুকাকুর গোল বাতিল হল দু’ দু’ বার। ৫৬ মিনিটে যে গোলটি তিনি দিয়েছিলেন তা প্রথমে ন্যায্য বলেই মনে হয়েছিল। রেফারি গোলের সিদ্ধান্তই দেন, কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায়, কয়েক ইঞ্চির জন্য অফসাইডে ছিলেন লুকাকু। এরপর ৮৬ মিনিটে লোইস ওপেন্ডার পাস থেকে ফের বল জাড়ে জড়ান বেলজিয়ান স্ট্রাইকার। কিন্তু ফের খেলা থামায় ভিএআর। রিপ্লেতে দেখা যায়, বল ধরার সময় হ্যান্ডবল করে ফেলেছেন ওপেন্ডা। গোল ফের বাতিল হয় এবং শেষ পর্যন্ত ১-০ হারে বেলজিয়াম।
💯 wins as France manager 👏#EURO2024 pic.twitter.com/FaAKrCcmU7
— UEFA EURO 2024 (@EURO2024) June 17, 2024
সোমবার মধ্যরাতের খেলায় অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ফ্রান্স। জিতলেও ফরাসিদের খেলায় সেই আধিপত্য দেখা যায়নি। ফ্রান্সের জয়ের গোল এসেছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্স ওবারের আত্মঘাতী গোলে। এমবাপে নিজেও খুব একটা সপ্রভ ছিলেন না। তার উপর এ ম্যাচে নাকে চোট পেয়েছেন তিনি, বেশ খানিকটা রক্তও ঝরেছে। নাকের হাড় ভেঙেছে কি না তা মেডিক্যাল রিপোর্টে জানা যাবে।
দিনের অন্য আর একটি ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলে চূর্ণ করল রোমানিয়া। ২৯, ৫৩ এবং ৫৭ মিনিটে গোল করেছেন যথাক্রমে নিকোলি স্ট্যাঞ্চিউ, রাজভান মারিন এবং ডেনিস দ্রাগুস।
দেখুন অন্য খবর: