কলকাতা: ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। সেই ম্যাচেই অসাধারণ কৃতিত্বের হলেন তিনি। একাসনে বসলেন দুই কিংবদন্তি অলরাউন্ডার স্যর গ্যারি সোবার্স (Sir Garry Sobers) এবং জাক কালিসের (Jacques Kallis) সঙ্গে। তৃতীয় অলরাউন্ডার হিসেবে টেস্টে ৬০০০ রান এবং ২০০ উইকেট নিলেন স্টোকস।
আরও পড়ুন: বাড়ি থেকে পালানো অদ্রীশের সঙ্গে দেখা করবেন সৌরভ
ব্যাট হাতে ৬৩১৬ রান করেছেন স্টোকস। এই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে ১৯৮ উইকেট ছিল তাঁর। প্রথম ইনিংসে এক উইকেট নিয়ে ১৯৯ হয়, বৃহস্পতিবার কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু আউট করে ২০০ উইকেট রেকর্ড পূর্ণ করেন তিনি। এই ২০০ উইকেটের ঠিক ১০০টি উইকেট তিনি দেশের মাঠে এবং বাকি ১০০ বিদেশের মাটিতে পেয়েছেন। অবশ্য কিছুক্ষণের মধ্যে মিকাইল লুইসকে আউট করে ২০১ উইকেট ঝোলাতে পোরেন তিনি।
Kallis. Sobers. Stokes. Legends only, please. #EnglandCricket | #ENGvWI pic.twitter.com/zQADWlbOnJ
— England Cricket (@englandcricket) July 11, 2024
অলরাউন্ডারদের রেকর্ডে কালিস, সোবার্স এবং স্টোকসের পরেই নাম রয়েছে কপিল দেব (Kapil Dev) এবং স্যর ইয়ান বথামের (Ian Botham)। ৪৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫২৪৮ রান করেছিলেন ‘হরিয়ানা হারিকেন’। ইংলিশ কিংবদন্তি বথাম ব্যাট হাতে ৫২০০ রান করেছেন এবং ৩৮৩ উইকেট নিয়েছেন।
প্রসঙ্গত, এটাই জেমস অ্যান্ডারসনের (James Anderson) বিদায়ী টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আর এক উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে এখন তাঁর শিকার ৭০২ উইকেট।
দেখুন অন্য খবর: